
দুবাইয়ের রাস্তায় শাহরুখের রোমহর্ষক স্টান্ট! পুরোদমে চলছে ‘পাঠান’ এর শ্যুটিং
১ মিনিটে পড়ুন . Updated: 01 Feb 2021, 11:20 AM IST- দুবাইতে পুরোদমে চলছে শাহরুখের কামব্যাক ফিল্ম ‘পাঠান’ এর শ্যুটিং! ভাইরাল ভিডিয়ো।
আগামী ছবি ‘পাঠান’এর শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ। গত বছর নভেম্বরেই এই ছবির শ্যুটিং শুরু করেছেন বাদশা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’ দিয়েই ফের বড় পর্দায় কামব্যাক করছেন এসআরকে। পুরোদমে দুবাইতে চলছে ছবির শ্যুটিং।
ছবির কলাকুশলীরা প্রচুর পরিশ্রম করছেন শ্যুটিংয়ে। ইতিমধ্যেই শাহরুখের ফ্যান পেজ থেকে উঠে এসেছে পাঠানের শ্যুটিংয়ের দৃশ্যের বেশ কিছু ভিডিও। সেখানে অ্যাকশন দৃশ্যে শাহরুখের বডি ডবলকে দেখা গেছে গাড়ির ওপরে শ্যুটিং করতে। সেই ভিডিও পোস্ট হতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
২০২১ সালে বড় পর্দায় কামব্যাক করছেন এসআরকে। সৌজন্যে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’। ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেসের পর তৃতীয়বার শাহরুখের সঙ্গে পাঠান ছবিতে দেখা মিলবে ডীপ্পীর।
২০১৮ সালে বক্স অফিসে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ বিরতি নেন এসআরকে। সম্প্রতি ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই খোলসা করেন শাহরুখের বিপরীতে ‘পাঠানে’ তাঁর দেখা মিলবে। তবে এখনও পর্যন্ত ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফে ঘোষণা করা হয়নি এই ছবির।