টুকটুক করে ভালোই এগিয়ে চলেছে অজয় দেবগন এবং আর মাধবনের ছবি শয়তান। বক্স অফিসে এর মধ্যেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলল এই ছবিটি। দ্বিতীয় রবিবার কত কোটি ঘরে তুলল শয়তান?
বক্স অফিসে ১০০ পার শয়তান ছবির
বিকাশ বহেলের ছবি শয়তান বক্স অফিসে বেশ ভালোই দাপট বজায় রেখেছে। ধীরে ধীরে বাড়ছে এই ছবির আয়। এমনকি দ্বিতীয় রবিবার এটি ১০০ কোটির গণ্ডি পর্যন্ত টপকে গেল।
আরও পড়ুন: থ্রি ইডিয়টসের শ্যুটিংয়ে সত্যি সত্যিই মদ খেয়েছিলেন আমির - মাধবনরা! বললেন, 'সেদিন রাত ৮টা থেকে...'
১৫ মার্চ বক্স অফিসে একাধিক নতুন ছবি মুক্তি পেয়েছে। ফলে চ্যালেঞ্জের মুখে তো পড়তে হয়েছেই শয়তানকে। তবুও সে দমে যায়নি। বরং দ্বিতীয় রবিবার এই ছবিটি বক্স অফিসে ৯.৭৫ কোটি টাকা আয় করে ১০০ কোটির গণ্ডি টপকেছে। বর্তমানে শয়তান ছবিটি বক্স অফিসে মোট ১০৩.০৫ কোটি টাকা আয় করেছে।
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে অজয় দেবগন অভিনীত শয়তান ছবিটি বক্স অফিসে প্রথম সপ্তাহে ৭৯.৭৫ কোটি টাকা আয় করেছে। এরপর দ্বিতীয় শুক্রবার এটি মাত্র ৫.০৫ কোটি টাকাই ঘরে তোলে। দ্বিতীয় রবিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৮.৫ কোটি টাকা। রবিবার সেই আয়ের পরিমাণ আরও খানিক বেড়ে হয় ৯.৭৫ কোটি টাকা। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০৩.০৫ কোটি টাকায়।
শয়তান প্রসঙ্গে
শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। এটি আদতে একটি গুজরাটি ছবি ব্যাসের রিমেক। এখানে মুখ্য ভূমিকায় অজয় দেবগন ছাড়াও আছেন আর মাধবন, জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, অঙ্গদ রাজ, প্রমুখ।
ইতিমধ্যেই এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। নজর কেড়েছে আর মাধবনের দুর্ধর্ষ অভিনয়। কালা জাদু এবং ক্ষমতার লোভ কী করে প্রতিহত করে একজন বাবা তাঁর মেয়েকে বাঁচায় সেই গল্পই বলেছে এই ছবিটি।