শাকিব খান শুক্রবার ফেসবুকে মেনে নিলেন তিনিই বুবলীর ছেলের বাবা। খুদে বীরের সঙ্গে ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
1/5বুবলীর ছেলের বাবা তিনিই। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মেনে নিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। দিনকয়েক ধরেই এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সেদেশের গণমাধ্যম। অবশেষে মুখ খুললেন শাকিব। ছেলের কিছু ছবিও শেয়ার করে নিলেন বুবলী।
2/5ঘটনার সূত্রপাত হয়েছিল বুবলীর শেয়ার করা এই বেবিবাম্পের ছবিটি নিয়ে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’ এরপরই রে রে করে তেড়ে আসে নেট-নাগরিকরা। বিয়ের আগে কীভাবে বাচ্চা হল বুবলীর তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। অবশেষে মিডিয়ার সামনে মুখ খোলেন বাংলাদেশের এই নায়িকা। জানান, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে সুন্দর ব্যখ্যা আছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’
3/5এরপর কারওরই দুইয়ে দুইয়ে চার করতে সমস্যা হয়নি। অনেকেই বুঝে গিয়েছিলেন বাবা হয়তো শাকিব খান। কারণ বছরখানেক আগে শাকিব আর বুবলীর সম্পর্কের খবর ছিল ঢাকাই ইন্ডাস্ট্রিতে। আর শাকিব তাঁর আগের বউ অপু বিশ্বাসের বাচ্চা হওয়ার খবরও এভাবেই লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে।
4/5শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতি দিলেন শাকিব-অপু। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
5/5নিজের পোস্টের জন্য ছোট্ট মুচকিনের এই ছবিগুলিও দিয়েছেন বুবলী। সত্যি, কী মিষ্টি দেখতে হয়েছে বীরকে। ঠিক যেন কিউটের ডিব্বা, একটা আস্ত রসোগোল্লা। আপাতত শাকিব আর বুবলীর অনুরাগীদের থেকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ কুড়োচ্ছে সে।