‘তুফান মানুষ নয়, আবার পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস…’। শনিবার 'তুফান'-এর সঙ্গে এভাবেই পরিচয় হল সকলের। বাংলাদেশে আপাতত এই 'তুফান'কে নিয়ে উঠেছে ত্রাহি, ত্রাহি রব। কিন্তু কে এই ‘তুফান’?
শনিবার প্রকাশ্যে এসেছে 'তুফান'-এর ট্রেলার। সেখানেই যিনি 'তুফান'-এর সঙ্গে আলাপ করাচ্ছিলেন, তিনিই জানালেন, ‘একটা ১৫ বছরের পোলা, দিনের আলোতে জবাই করা ফেলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক লেবেলে খেলব।’ যখন তুফান সম্পর্কে এই কথাগুলো হচ্ছে, তখন এক পুরুষকে মেশিনগান চালাতে দেখা গেল। সে এক ভয়ঙ্কর মুহূর্ত…। এরপরই দেখা মিলল তুফানের। ইনি আর কেউ নন, শাকিব খান। তাঁকে বলতে শোনা গেল, ‘বাশির ভাই জানত না, আমি একদিন ন্যাশনাল লেবেলে খেলব।’ ফের বললেন, ‘তুফান হতে অ্যটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিচ সব লাগে।’
গোটা ট্রেলারে রণং দেহি মূর্তিতে ধরা দিয়েছেন শাকিব খান। যাকে বলে কিনা ফুল অন অ্যাকশন…। তবে শুধুই কি অ্যাকশন! নাহ এখানে প্রেমও আছে। আর এরপরই তুফান-এর 'দুষ্টু কোকিল' হয়ে ধরা পড়লেন মিমি চক্রবর্তী। তাঁকে প্রেম নিবেদনও করতে দেখা গেল শাকিবকে।
তবে তুফান-এর সঙ্গে খেলার যিনি পরামর্শ দিলেন তিনি আর কেউ নন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর সাফ কথা তুফান-এর সঙ্গে খেলতে হবে মাথা দিয়ে। এদিকে শাকিব তখন বলছেন, ‘তুফান পোষ মানে না, পোষ মানায়’। ট্রেলারে শেষে শাকিবকে যখন প্রশ্ন করা হল, সে কী চায়? উত্তর এল ‘পুরো দেশ’। শেষে চঞ্চল আবার বললেন, ‘একটা যদি সুযোগ পাই, তুফানকে দেখিয়ে দেব স্যার।’ তবে শেষপর্যন্ত কে কাকে দেখাবে, তা ছবি মুক্তির পরই জানা যাবে।
আগামী ইদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিব-মিমি-র তুফান। ২৮ জুন ভারত তথা অন্যান্য দেশেও মুক্তি পাবে এই ছবি। তবে ‘তুফান’এর ট্রেলার দেখে অনেকেই শাকিবর কিছু অ্যাকশন দৃশ্যের সঙ্গে 'অ্যানিম্যাল' রণবীর-এর মিল খুঁজে পেয়েছেন।