বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakib Khan: আমেরিকায় নয় মাস থাকার পরেও ইংরেজির হাল ভালো নয়! এ কী বলে ফেললেন শাকিব

Shakib Khan: আমেরিকায় নয় মাস থাকার পরেও ইংরেজির হাল ভালো নয়! এ কী বলে ফেললেন শাকিব

শাকিবের ভুল ইংরেজি!

আমেরিকায় দীর্ঘ সময় কাটানোর পরেও শাকিবের ইংরেজি শক্তপোক্ত হয়নি! তাহলে জোর করে বলছেন কেন? এমন কথা বলছেন তাঁর অনুরাগীদের অনেকেও। 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, শাকিব খান দীর্ঘ নয় মাস পর ফিরলেন দেশে। কিন্তু দেশে পা রাখা মাত্রই তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ভুল ইংরেজি বলার কারণে ট্রলের মুখে পড়তে হয় তাঁকে। দীর্ঘ নয় মাস আমেরিকাতে কাটানোর পরেও ভুল ইংরেজি শোনা গেল তাঁর মুখে। এরপরই নেট পাড়ায় শুরু হয় সমালোচনা।

বুধবার, ১৭ অগস্ট তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন বেলা ১২ টা ৩৮ মিনিটে। শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে বাইরে আসেন দেড়টা নাগাদ। তখনই তাঁকে তাঁর ভক্তরা এবং সাংবাদিকরা ঘিরে ধরেন।

তখনই এক সংবাদকর্মী তাঁকে জিজ্ঞেস করেন তবে দেশে ফিরে এতদিন পর কেমন লাগছে। উত্তরে তিনি জানান, "আমি খুব এক্সাইটমেন্ট"। ব্যাস এরপরই শুরু হয় সমালোচনা। এই ভুল ইংরেজি নেটপাড়ার অনেকেই মানতে পারছেন না। তাঁদের প্রশ্ন এতদিন আমেরিকায় থেকেও ভুল!

তিনি আরও জানান, সকলের ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ। তিনি এতদিন সবাইকে মিস করেছেন বলেও স্পষ্ট করেন। তিনি নাকি ফ্লাইটে উঠেই বিমানসেবিকাকে জিজ্ঞেস করেন কতক্ষন লাগবে পৌঁছতে। এতটাই অস্থির হয়ে পড়েছিলেন দেশে ফেরার জন্য।

তাঁর জন্য বুধবার সকাল থেকেও বিমানবন্দরে তাঁর জন্য তাঁর ভক্তরা অপেক্ষা করছিলেন। তাঁদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড, ব্যানার যেখানে ছিল শাকিব বন্দনা। তিনি বিমানবন্দর থেকে যখন বেরোন তখন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনেকে। শাকিবও তাঁর ভক্তদের উদ্দেশ্যে হুডখোলা গাড়ি থেকে হাত নেড়ে ফ্লাইং কিস দেন। সেলফিও তোলেন।

বন্ধ করুন