পাবলিকলি নতুন সম্পর্কের কথা ঘোষণা করলেন শাকিরার প্রাক্তন প্রেমিক গেরার্ড পিক। গেরার্ড নতুন প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করার পরই শাকিরার তরফে বার্তা উড়ে এল। গায়িকাকে যে বিষয়টা নিয়ে মোটেই ভাবিত নন, বা কষ্ট পাননি সেটাই যেন তিনি তাঁর নতুন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন। নাম না করেই প্রাক্তনের উদ্দেশ্যে কী লিখলেন তিনি ?
ইনস্টাগ্রামে এই গায়িকা তাঁর একটি নাচের ভিডিয়ো আপলোড করেন। সেখানে তাঁকে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত গান বিজেডআরপি মিউজিক সেশন ৫৩তে নাচতে দেখা যায়। তিনি এই ফাটাফাটি নাচের ভিডিয়োতে ক্যাপশন দিয়ে লেখেন, 'মেয়েরা এখন আর কাঁদে না। তাঁরা এখন মেরেঙ্গুতে নাচেন!'
গত সপ্তাহেই তাঁর প্রাক্তন প্রেমিক গেরার্ড পিক ইনস্টাগ্রামে তাঁর বর্তমান প্রেমিকা ক্লারা সিয়া মার্তির সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শোনা যায় শাকিরার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন।
সূত্রের খবর অনুযায়ী শাকিরা পিককে হাতেনাতে ধরেছিলেন। তিনি যখন কাজে বাইরে যেতেন তখন তাঁর ফ্রুট জেলি নাকি কমতে থাকত। সেই কারণেই তাঁর সন্দেহ হয় এবং তারপর তিনি ধরে ফেলেন যে পিক তাঁকে ঠকাচ্ছেন।
এরপর গত বছরের জুন মাসে এই তিনবার গ্যামি পুরস্কার জয়ী গায়িকা এবং এই ৩৫ বছর বয়সী প্রাক্তন ফুটবল তারকা তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের এখন কিছুদিন একা ছেড়ে দিলে খুব ভালো হয়। আমাদের সন্তানদের ভালোর জন্য এটা প্রয়োজন। অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি বোঝার জন্য।'
তাঁদের বিচ্ছেদের পর তাঁরা নাকি কাস্টডি এগ্রিমেন্টে যান তাঁদের দুই সন্তানের জন্য। এই তারকা জুটির দুই সন্তানের নাম মিলন এবং সাশা।
বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই প্রাক্তন তাঁর বর্তমানের সঙ্গে ছবি পোস্ট করে সেই কথা ঘোষণার পরই শাকিরা এমন একটা পোস্ট করলেন। তবে কি তিনি কোথাও প্রাক্তনের উদ্দেশ্যেই বার্তা দিলেন যে তিনি আঘাত পাননি বরং সেটার উদযাপন করেছেন? প্রশ্নটা উঠছে অনেকের মনেই।