সদ্যই শুরু হয়েছে শাকিরার Las Mujeres Ya No Lloran ট্যুর। আর তার কিছুদিনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এই গায়িকা। শুধু তাই নয়। এত পেট ব্যথা হয় তাঁর যে তাঁকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়। পিছিয়ে দিতে হয় পেরুতে অনুষ্ঠিত হতে চলা কনসার্ট। আর এদিন সেই খবর গায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ৪৮ বছরের এই গায়িকা জানান শনিবার রাতে তাঁকে হাসপাতালের ইমারজেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে।
কী লিখলেন শাকিরা?
এদিন শাকিরা এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি দুঃখপ্রকাশ করে শো বাতিলের খবর দেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, 'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।' এদিন গায়িকা আরও জানান যে ডাক্তাররা তাঁকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তাঁর এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন।
শাকিরা এদিন আরও জানিয়ে দেন এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণই দুঃখিত কারণ তিনি মুখিয়ে ছিলেন তাঁর পেরুর অনুরাগীদের জন্য, তাঁদের সামনে পারফর্ম করার জন্য। তবে তিনি আশ্বস্ত করেছেন যে তাঁর টিম এবং কনসার্টের প্রচারকরা নতুন ডেট কবে ফেলা হবে শোয়ের জন্য সেটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। এই বিষয়ে তিনি আরও জানান, 'আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: বক্স অফিস জুড়ে দাপট ভিকির! ৩ দিনেই টপকে গেল ১০০ কোটি, রবিতে কত আয় করল ছাবা?
তবে যতই স্বাস্থ্য খারাপ হোক, হাসপাতালে চিকিৎসাধীন থাকুন না কেন, শাকিরা জানিয়েছেন যে তিনি আশাবাদী। তিনি শীঘ্রই স্টেজে ফিরবেন। আশা করছেন যে সোমবার, ১৭ ফেব্রুয়ারির মধ্যেই তিনি ছাড়া পেয়ে যাবেন। তারপর আবার তিনি তাঁর এই সুরেলা সফর শুরু করে দেবেন। যদিও সবটা ঠিক থাকে তাহলে পুনর্নির্ধারিত সময়ই পেরুতে পারফর্ম করবেন। তারপর কলম্বিয়ায় যাবেন তাঁর পরবর্তী একাধিক শোয়ের জন্য।