বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 16 update: বিগ বসে থামল শালিনের লড়াই, একতা কাপুরের থেকে পেলেন বড় অফার

Bigg Boss 16 update: বিগ বসে থামল শালিনের লড়াই, একতা কাপুরের থেকে পেলেন বড় অফার

বিগ বস জেতার স্বপ্নপূরণ হল না শালিনের

Bigg Boss 16 update: বিগ বস ১৬ থেকে বাদ পড়লেন শালিন ভানোত। পঞ্চম স্থানে শেষ করলেন সফর। তবে সুযোগ পেলেন একতা কাপুরের ধারাবাহিকে।

বিগ বস ১৬-এর মঞ্চ থেকে বাদ হয়ে গেলেন শালিন ভানোত। পঞ্চম স্থানে শেষ করলেন অভিনেতা। তাঁর ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

এদিন বিগ বস সেরা পাঁচ প্রতিযোগীকে জিজ্ঞেস করেন কে পাঁচ নম্বর স্থানে শেষ করবেন? সঠিক গেস করতে পারলে তাঁদের প্রাইজ মানি ১০ লাখ টাকা বাড়ানো হবে। প্রিয়াঙ্কা চৌধুরি, এমসি স্ট্যান, শিব ঠাকরে, অর্চনা গৌতম চারজনই শালিনের নাম নেন।

সলমন খান শেষে ঘোষণা করেন যে প্রতিযোগীদের আন্দাজ ঠিক ছিল। সত্যি পঞ্চম স্থানে শেষ করলেন শালিন ভানোত। এদিন তাঁকে নিয়ে ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক মজা করেন। তাঁর এবং টিনা দত্ত ও সুম্বুল তৌকিরের সম্পর্ক নিয়ে মিমিক্রি চলে।

স্বপ্ন অধরা রেখে আউট হয়ে যাওয়ার পর বিজলি গানে নেচে সকলের মন কেড়ে নেন শালিন ভানোত।

তবে যতই বিগ বস ১৬ এর খেতাব জয় না করতে পারুন তিনি, অন্য একটা জিনিস কিন্তু পেয়েই যান। ভাবছেন কী? একতা কাপুর তাঁকে যে কথা দিয়েছিলেন সেটা রাখেন।

একতা কাপুরের আগামী ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে শালিন ভানোতকে। এই ধারাবাহিকটি কালার্স টিভিতে দেখানো হবে।

শালিন বাদ হয়ে যাওয়ার পর এখন বিগ বস ১৬ খেতাব জয়ের লড়াই চলছে প্রিয়াঙ্কা চৌধুরি, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যানের মধ্যে।

বিজয়ীর নাম ঘোষণা হতে ঢের দেরি, তবুও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব শোনা যাচ্ছে বিজয়ীকে নিয়ে। কারও মতে প্রিয়াঙ্কা চৌধুরি জিতেছেন। কেউ আবার বলছেন শিব ঠাকরে। ইতিমধ্যেই টুইটারে 'জিতে এসো প্রিয়াঙ্কা' ট্রেন্ড দেখা যাচ্ছে। সঙ্গে শোনা যাচ্ছে আরও একটি কথা।

দ্যা খবরি নামক একটি প্রোফাইলের তরফে টুইটারে পোলের আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ের পর সেখানে বলা হয় ইতিমধ্যেই বিজয়ীকে সেটা নির্বাচিত হয়ে গিয়েছে, খুব শীঘ্রই সেই উত্তর জানানো হবে। তবে এই প্রোফাইলের তরফে ঘোষণার আগেই জানা গিয়েছে যে সেরা তিন প্রতিযোগীর মধ্যে নাকি নেই এমসি স্ট্যান এবং শিব ঠাকরে। তাঁরা বাদ হয়ে গিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন অর্চনা গৌতম, এবং তৃতীয়তে শালিন। প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা।

বন্ধ করুন