তাপসী পান্নু ছক ভাঙতে বরাবরই ভালোবাসেন। এর জেরে সমালোচনার শিকারও হতে হয় তাঁকে, ফের একবার জনরোষে ‘থাপ্পড়’ নায়িকা। এবার বিতর্ক তাঁর সাজ ঘিরে। বোল্ড অবতারে মাঝেমাধ্যেই নিজেকে মেলে ধরেন তাপসী। ডিপ নেকলাইনের পোশাকে স্তনযুগল উন্মুক্ত করে সম্প্রতি বেশ কিছু ছবি ইনস্টায় পোস্ট করেছেন নায়িকা, তা দেখেই চটেছে নেটপাড়া।
নেটিজেনদের আপত্তি তাপসীর পোশাক নয়, তাঁর গলার নেকপিসকে ঘিরে। লাল রঙা ডিপ নেক গাউনের সঙ্গে একটি গলা জোড়া হার পরেছেন নায়িকা, সেখানে ঝুলছে মা লক্ষ্মীর মূর্তি। এই দৃশ্য অনেকের কাছের ‘কুরুচিকর’ এবং ‘অশ্লীল’ ঠেকেছে।
সোমবারই ইনস্টাগ্রামে তাপসী নিজের লুক শেয়ার করেন। সদ্য সমাপ্ত ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার মণীশা জয়সিং-এর পোশাকে এই বোল্ড এই লুকে ধরা দিয়েছিলেন তাপসী, সেটাই নিজের ইনস্টা পেজে শেয়ার করতে তোপের মুখে ‘নাম শাবানা’ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তাপসী লেখেন, ‘এই লাল রঙ কবে আমার পিছু ছাড়বে’।
তাপসীর এই ছবি ঘিরে উত্তাল নেটপাড়া। হিন্দুদেবীর ভাস্কর্য-সহ নেকপিস দেখে চটে যায় নেটিজেনদের একটা বড় অংশ। তাঁরা লেখে, ‘এই ধরণের অশ্লীল ছবিতে মা লক্ষ্মীকে গলায় ধারণ, সরাসরি হিন্দু ধর্মের অপমান’। অপর একজন লেখেন, ‘লজ্জা লাগে না হিন্দু ধর্মের অপমান করে’। রেগে কাই অন্য এক নেটিজেন লেখেন, ‘এই ধরণের অশ্লীল পোশাকের সঙ্গে মা লক্ষ্মীর নেকপিস পরতে আপনার বিবেকে বাঁধল না, এদের শাস্তি হওয়ার দরকার’।
বলিউডের এখন অন্যতম নামকরা এবং ব্যস্ত অভিনেত্রী হলেন তাপসী পান্নু। ইঞ্জিনিয়ারিং পড়বার সময় থেকেই মডেলিং করতেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান 'নারীসুলভ দেখতে নয়', এ কথা বলে তাঁকে এক শাড়ির বিজ্ঞাপন থেকে বাদ দিয়েছিল এক নামী ফটোগ্রাফার। তিনি বলেন, 'আমি এখন তাঁর নাম করতে পারি। সেটা সত্য পলের একটি ক্যাটালগ শ্যুট ছিল। ওঁদের শাড়ির জন্য একজন মডেলের প্রয়োজনীয়তা ছিল। তখন একমাসও হয়নি যে আমি আমার পোর্টফোলিও বানিয়েছি। তখন সবে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি আমি। ওঁদের তাই মনে হয় শাড়ির মডেলে হিসেবে আমি খুবই ছোট। ওঁরা এমন কাউকে চাইছিল যাঁকে নারীসুলভ দেখতে।'
আগামীতে অভিনেত্রীকে শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ছবি ডাঙ্কিতে দেখা যাবে। এই ছবিটি ২২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, রাজকুমার হিরানি ফিল্মস এবং জেআইও স্টুডিও এটার প্রযোজনা করেছে।