‘বিগ বস ১৫’-র চর্চিত জুটি রাকেশ বাপট আর শমিতা শেট্টি। বিগ বসের ঘরে থাকতেই একে-অপরের প্রতি ভালোলাগা জাহির করে ফেলেছিলেন তাঁরা। আর বাইরের জগতে এসেও তাঁদের দেখা মিলল একসাথে।
রবিবারই আলিবাগের ফার্মহাউজে যেতে দেখা যায় শমিতা ও রাকেশকে। দেখা যায় প্রেমিকার হাত ধরে টেনে নিয়ে বোটে ওঠাচ্ছেন রাকেশ। সঙ্গে বোট ছাড়লে দেখা মেলে সেখানে বসে আছেন শিল্পা-রাজ, ভিয়ান, শমিতা-শিল্পার মা সুনন্দা।
‘বিগ বস’র ঘরে থাকতেই শমিতা জানিয়েছিলেন এই বছরই বিয়ে করার ইচ্ছে আছে তাঁর। এক ফোঁটাও দেরি করতে রাজি নন তিনি। এবার পরিবারের সঙ্গে প্রেম দিবসের পার্টিতে রাকেশকে নিয়ে যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি শেট্টি-পরিবারের মত আছে এই বিয়েতে?
প্রসঙ্গত, ২০১১ সালে টেলিভিশনের পরিচিত মুখ ঋদ্ধি ডোগরাকে বিয়ে করেন রাকেশ। তবে সেই বিয়ে ভেঙে যায় ২০১৯ সালে। যদিও ডিভোর্স হলেও একে-অপরের নামে নিন্দে করতে দেখা যায়নি তাঁদের। বরং মিউচুয়াল ডিভোর্স নিয়েছিলেন তাঁরা।
তারপর ‘বিগ বস ওটিটি’র ঘরে থাকাকালীন রাকেশ আর শমিতার ঘনিষ্ঠতা বাড়ে। রাকেশকে ভালোলাগার কথা মেনে নিতে দেখা যায় শমিতাকে বারবার, এমনকী হোস্ট সলমন, করণের সামনেও। তবে, দু'জনেই জানিয়েছেন শো-র বাইরে এসে তাঁরা একে-অপরকে চিনতে চান। বুঝতে চান। তারপরেই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, বিগ বস ১৫-র গ্র্যান্ড ফিনালেতে পৌঁছালেও তেজস্বী প্রকাশ, প্রতীক সেহজপাল এবং করণ কুন্দ্রার পর চার নম্বরে শেষ করেছেন শমিতা।