সদ্য বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে এসেছেন শমিতা শেট্টি। আজ অভিনেত্রীর জন্মদিন। ৪৩-এ পা দিলেন শমিতা। বয়ফ্রেন্ড রাকেশ বাপাটের সঙ্গে এদিন রোম্যান্টিক ডেটে যান অভিনেত্রী। প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ভালোবাসামাখা ছবি শেয়ার করেছেন রাকেশ।
বিগ বসের ঘর থেকে রাকেশের সঙ্গে ঘনিষ্টতা বাড়ে শামিতার। এরপর তাঁরা নিজেদের সম্পর্কের কথা খুল্লামখুল্লা স্বীকার করেন। শমিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাকেশ সামাজিক মাধ্যমে দুজনের বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে জানিয়েছেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা শমিতা শেট্টি’। শমিকাকে আদুরে চুমু খেয়ে, কোলে তুলে নিতে দেখা গেছে রাকেশকে। জন্মদিনের রাতে মেটালিক রঙের গাউনে ধরা দেন শমিতা। কালো জ্যাকেট, সাদা প্যান্ট পরে ধরা দেন রাকেশ।
ডিনার ডেটে রেস্তোরাঁয় প্রবেশের মুখে পাপারাৎজির লেন্সবন্দি হন এই জুটি। রাকেশের পাশাপাশি অভিনেতার জন্মদিনে হাজির ছিলেন তাঁর বন্ধু গায়িকা নেহা ভাসিন। সকলের সামনে শমিতাকে চুমুতে ভরিয়ে দেন রাকেশ। নেটমাধ্যমে ভাইরাল তাঁদের এই ছবি। এই তারকা জুটি এবার বিয়ের পিঁড়িতে কবে বসছেন? অপেক্ষায় অনুরাগীরা।