বাংলা নিউজ > বায়োস্কোপ > ফের একসঙ্গে দেখা মিলল রাকেশ-শমিতার, ‘আবার প্রেম করছ?’, প্রশ্ন নেটিজেনের

ফের একসঙ্গে দেখা মিলল রাকেশ-শমিতার, ‘আবার প্রেম করছ?’, প্রশ্ন নেটিজেনের

একসঙ্গে দেখা মিলল রাকেশ-শমিতার

২০২১ সালে বিগ বস ওটিটির ঘরে প্রথম সাক্ষাৎ হয় রাকেশ-শমিতার। শোয়ের পরে, একে অপরকে ডেট করতে শুরু করেছিলন তাঁরা। গত মাসে ইনস্টাগ্রামে তাঁদের ব্রেকআপের কথা ঘোষণা করেন শমিতা।

গত বছর বিগ বস ওটিটির ঘর থেকে সম্পর্কে জড়ান শমিতা শেট্টি এবং রাকেশ বাপাট। গত মাসে, শমিতা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন তাঁদের বিচ্ছেদ হয়েছে। খবরটি ঘোষণার মাত্র কয়েক দিন পরে, শমিতা তাঁদের দুজনের নতুন মিউজিক ভিডিয়ো ‘তেরে ভিচ রব দিসদা’ গানের একটি পোস্টার শেয়ার করেছিলেন। শুক্রবার প্রকাশিত হয়েছে সেই গান।

শনিবার ফের একসঙ্গে দেখা মিলল রাকেশ-শমিতার। তাঁদের একসঙ্গে দেখে সকলের মনে প্রশ্ন, তাহলে কি ফের একসঙ্গে তাঁরা?

এর পাপারাৎজ্জোর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে ফের একসঙ্গে পোজ দিয়েছেন রাকেশ-শমিতা। ভিডিয়োর নীচে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তোমরা কি আসলেই ব্রেক আপ করেছ?’ অন্য একজন বলেছিলেন, ‘আমার মন ভেঙে গিয়েছে।’ কেউ লিখেছেন, ‘তারা একসাথে ফিরে আসবে না।’ কারও প্রশ্ন, ‘আপনারা কি প্যাচ আপ করেছেন?’

আরও পড়ুন: হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় রণবীরের ছবি? কী বলছেন করণ? উত্তর শুনে চমকে যাবেন

বিগ বসের ঘরে প্রেমে পড়েছিলেন শিল্পা শেট্টির বোন শমিতা। বছর গড়াতে না গড়াতেই ভেঙে গিয়েছে সেই সম্পর্ক। ইনস্টায় একটি দীর্ঘ নোট দিয়ে শমিতা জানিয়েছিলেন, ভেঙেছে তাঁর আর রাকেশ বাপাটের সম্পর্ক। শো চলাকালীন বেশ কয়েকবার রাকেশ বাপাটের প্রতি নিজের ভালোলাগা ব্যক্ত করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

এটা প্রসঙ্গেই গত ২৬ জুলাই শমিতা লিখেছিলেন, ‘আমার মনে হয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালো। আমি আর রাকেশ এখন আর একসঙ্গে নেই। বহুদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিয়ো সেই সমস্ত মিষ্টি ভক্তদের জন্য যারা আমাদের ভালোবাসা দিয়ে গিয়েছে, পাশে থেকেছে।’

আরও লেখেন, ‘আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন, আলাদা আলাদা ভাবে ততটাই দেবেন আশা রাখছি। সবার জন্য ভালোবাসা আর সম্মান।’

পুনেতে গিয়ে রাকেশের পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন শমিতা। আর শেট্টি পরিবারে তো ছিল রাকেশের ঘনঘন যাতায়াত, তা সে রাজ কুন্দ্রার রেস্তোরাঁ হোক কিংবা শিল্পা শেট্টির আলিবাগের ফার্ম হাউজ। এসব দেখেই উঠেছিল বিয়ের খবরও। যদিও সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব অটুট রেখেছেন তাঁরা।

বায়োস্কোপ খবর

Latest News

'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য ১ কোটি টাকা নিয়ে অবসর! EPFO-তে জমবে আরও বেশি টাকা, বড় পরিবর্তন করতে পারে সরকার এখনও রমরমিয়ে চলছে বয়স ভাঁড়ানো, বিস্ফোরক সন্দেশ ঝিঙ্গান প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.