বাংলা নিউজ > বায়োস্কোপ > Shamita Shetty on her relationship with Aamir Ali: আমির আলির সঙ্গে সম্পর্ক অস্বীকার, নেটিজেনদের তুলোধোনা করে টুইট শমিতার

Shamita Shetty on her relationship with Aamir Ali: আমির আলির সঙ্গে সম্পর্ক অস্বীকার, নেটিজেনদের তুলোধোনা করে টুইট শমিতার

আমির আলির সঙ্গে সম্পর্ক অস্বীকার শমিতার

Shamita Shetty on her relationship with Aamir Ali: আমির আলির সঙ্গে সম্পর্কে রয়েছেন শমিতা শেট্টি? ইদানিং তেমনই গুজব শোনা যাচ্ছিল। এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী। কী বললেন তিনি তাঁর এবং আমির আলির সম্পর্কের বিষয়ে?

২০০০ সালে মহব্বতে ছবির হাত ধরে বলিউডে ডেবিউ হয়েছিল শমিতা শেট্টির। যশ চোপড়ার ছবির হাত ধরে বলিউডে হাতেখড়ি হলে কী হবে, এই অভিনেত্রী আচমকাই চর্চায় উঠে আসেন বিগ বসে অংশ নেওয়ার পর। বর্তমানে আরও একবার তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তিনি এবং আমির আলি নাকি সম্পর্কে রয়েছেন। বলিউডের হাওয়ায় আপাতত তেমনই খবর ভেসে বেড়াচ্ছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে শমিতাকে কোথাও নিয়ে যেতে দেখা যাচ্ছে আমির আলিকে। একটি পার্টিতে অভিনেত্রীকে চুমুও খান আমির আলি। আর এতেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন অনেকেই। তাঁদের মতে এই দুই সেলেব নাকি প্রেম করছেন গোপনে। তবে ওই কথাতে আছে না প্রেমের কথা হাওয়ার থেকে দ্রুত ছোটে। বিষয়টা শমিতার কান পর্যন্ত গিয়েছে। তিনি নেটিজেনদের রীতিমত তুলোধোনা করে রেখে দিলেন এমন কথা চর্চা করার জন্য।

বিগ বস ১৫ -এর প্রতিযোগী তাঁর একটি টুইটার পোস্টে লেখেন, 'আমি সমাজের এমন ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি! প্রতি ঘটনা, প্রতিটা মানুষের প্রতিটা কাজ নিয়ে এভাবে কেন চর্চা হবে? কেন সবটা নিয়ে কাটাছেঁড়া হবে? বাস্তবের সঙ্গে কোনও তালমেল থাকবে না? এগুলো নেটিজেনদের নিম্নমানসিকতা ছাড়া আর কিছুই নয়।'

শমিতা তাঁর এই পোস্টে আরও লেখেন। তিনি বলেন, 'এটা সেই সময় যেখানে আমাদের ভাবনা, মনোভাবকে একটু উন্নত করা উচিত। দেশের আরও অনেক জরুরি বিষয় আছে যা নিয়ে চর্চা হওয়া উচিত।' ঠারেঠোরে তিনি এও শুনিয়ে দেন যে তিনি সিঙ্গেল এবং তাতেই খুশি।

এই অভিনেত্রীর ব্যাপক ফ্যান ফলোয়িং আছে। তাঁরা অনেকেই এগিয়ে এসছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন। এক ব্যক্তি তাঁকে সমর্থন করে বলেন, 'রাবিশ একদম! একটা সাধারণ চুমু খাওয়া মানেই কি সম্পর্কে যাওয়া?' তাঁর আরেক ভক্ত লেখেন, 'চিন্তা করো না শমিতা আমরা তোমার সঙ্গে আছি।'

বন্ধ করুন