সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুর পুত্র জাহান কাপুর আরো এক বছর বড় হয়ে গেল। ১৬-তে পা দিল সে। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক ছবি শেয়ার করেছেন মাহিপ কাপুর। ভাই জাহানের বিশেষ দিনে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন শানায়াও।
ভাইয়ের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শানায়া কাপুর। তাঁকে ছাড়া কেউ তাঁর ভাইকে জালাতন করতে পারবেন না স্পষ্ট বার্তা তাঁর।
ছেলেকে ১৬ বছরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, তাঁর সঙ্গে ছবি শেয়ার করেন মাহিপ কাপুর। জাহানকে ভালবাসা জানাতে দেখা গেছে তাঁকে।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন সঞ্জয় কাপুরও। আদুরে শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাঁকে। সঙ্গে শেয়ার করেছেন বাবা ছেলের খুনসুটি ভরা একটা ছবি।
করণ জোহার এবং ধর্মা প্রোডাকশনের হাত ধরে শীঘ্রই বি-টাউনে পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর। ইতিমধ্যেই ছবির জন্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন তিনি। জুলাই মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং।