সালটা ২০০৫। ইন্ডিয়ান আইডলের পাশাপাশি সোনি চ্যানেলে এসেছিল ফেম গুরুকুল নামক একটি রিয়েলিটি শো। আর সেই অনুষ্ঠানে এসেই নজর কেড়েছিলেন অরিজিৎ সিং। সেই রিয়েলিটি শো জিততে পারেননি তিনি। তবে সেই শোয়ের তিন বিচারকের একজন শঙ্কর মহাদেবন বলেছিলেন যে অরিজিৎ বহুদূর যাবেন। এবং তাঁরা একসঙ্গে কাজ করবেন। আর ভারত পাকিস্তান ম্যাচে সেটাই হল। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
অরিজিৎ প্রসঙ্গে শঙ্কর
অরিজিৎ যেদিন ফেম গুরুকুল থেকে বাদ হয়ে যান সেদিন শঙ্কর মহাদেবন তাঁকে বলেছিলেন, 'আমার ভীষণ খারাপ লাগছে। গুরুকুলের অন্যতম সেরা প্রতিযোগী তুমি। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে যেতেই হতো আজ। তবে তুমি অনেকদূর যাবে, অনেক এগোবে জীবনে। আমরা একসঙ্গে অনেক কিছু করব।' অরিজিৎ তাতে হেসে সম্মতি জানিয়েছিলেন।
এরপর ২০০৯ সালে বাংলার এই ছেলেটি প্রথম ব্রেক পান। তাঁর কণ্ঠে মুক্তি পায় মার্ডার ২ ছবির ফির মহব্বত গানটি, এরপর বাকিটা সবার জানা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সেরা গায়ক, যাঁর অসংখ্য গুণমুগ্ধ। তাঁর স্বভাব, যাঁর কথায় সকলেই মুগ্ধ।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে গান গাইতে গাইতে 'আই লাভ ইউ' বলে চিৎকার অরিজিতের, উত্তরে কী বললেন বিরাট?
আরও পড়ুন: প্রেগন্যান্সির গুজবের মাঝে ভারত-পাক ম্যাচ দেখতে হাজির অনুষ্কা, ছবি তুলে দিলেন খোদ অরিজিৎ
শনিবার, ১৫ অক্টোবর আইসিসি ওয়ার্ল্ড কাপের ভারত পাকিস্তান ম্যাচের আগে বিসিসিআইয়ের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গান গান অরিজিৎ সিং এবং শঙ্কর মহাদেবন। সঙ্গে ছিলেন সুখবিন্দর সিং। অনুষ্ঠান এবং ম্যাচ শেষে তাঁদের একত্রে দেখা যায়। গ্রিন রুমে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।
শনিবার ভারত যে কেবল পাকিস্তানকে দুরমুশ করেছিল বিপুল মার্জিনে সেটাই নয়, অরিজিতের গানে ভেসে গিয়েছিল গোটা স্টেডিয়াম। এদিন বিরাটকে ভরা স্টেডিয়াম আই লাভ ইউ বলতেও শোনা যায় অরিজিৎকে। বিরাট তার উত্তরও দেন হাত নেড়ে।