তাঁরা সকলেই খ্যতনামা সঙ্গীতশিল্পী। তাঁদের গানের সুরে মুগ্ধ দেশ থেকে বিদেশ। আম্বানিদের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান মিলিয়ে দিল সেই সমস্ত শিল্পীদের। একই সারিতে, একসঙ্গে পাশাপাশি বসে গাইলেন শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষাল, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগম।
'রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতা রাম।' গাইলেন শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষাল, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগমরা। তাঁদের সেই গানের সুরে মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা। এদিন গান গাওয়ার সময় শঙ্কর মহাদেবনের পরনে ছিল নীল স্যুট। শ্রেয়া ঘোষাল পরেছিলেন সোনালী রঙের জমকালো ড্রেস সঙ্গে গলা, কান, হাত ও সিঁথিতে ভারী গয়না। পাশে কৌশিকী চক্রবর্তীকে দেখা গেল সাদা গর্জাস শাড়ি ও বেগুনী ব্লাউজে। তিনিও পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরেছিলেন। হরিহরণে পরনে ছিল কালো ড্রেস অন্যদিকে সোনু নিগম পরেছিলেন সাদা শেরওয়ানি।
খ্যাতনামা এই গায়কদের সঙ্গে তবলা, খোল ও বাঁশিতে যোগ্য সঙ্গত করলেন শিল্পীরা। সংবাদ সংস্থা ANI-তে উঠে এসেছে সেই ভিডিয়ো।
এদিকে আম্বানিদের এই অনু্ষ্ঠানে সেতারে উস্তাদ নীলাদ্রি কুমার, সন্তুরে রাহুল শর্মা, বীণাতে রাজেশ বৈদ্য এবং মৃদঙ্গমে শ্রীধর পার্থসারথি একটা মন্ত্রমুগ্ধ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।
১২ জুলাই বিয়ের পর ১৩ জুলাই শনিবার অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদ অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। ছিলেন সমস্ত বলি সেলেবরা। শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, খুশি কাপুর, শানায়া কাপুর, অর্জুন কাপুর এবং সারা আলি খান, অজয় দেবগন সহ হাজির ছিল প্রায় গোটা বলিউড।
প্রসঙ্গত অনন্ত আম্বানি যেমন মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে। তেমনই সদ্য বিবাহিতা স্ত্রীও বড় পরিবার থেকেই এসেছেন। রাধিকা হলেন প্রভাবশালী ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে। বীরেন মার্চেন্ট এনকোর হেল্থকেয়ার সংস্থার CEO এবং ভাইস চেয়ারম্যান। এনকোর ন্যাচরাল পলিমার প্রাইভেট লিমিটেড, জেডওয়াইজি ফার্মা প্রাইভেট লিমিটেড, সাইদর্শন বিজ়নেস সেন্টারস প্রাইভেট লিমিটেড-এর মতো সংস্থার ডিরেক্টর হলেন বীরেন। অন্যদিকে রাধিকার মা শীলা মার্চেন্ট এনকোর হেল্থকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। এছাড়াও তিনি অথর্ব ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, হাভেলি ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, স্বস্তিক এগজ়িম প্রাইভেট লিমিটেডের মতো সংস্থাগুলির উচ্চপদে রয়েছেন শীলা মার্চেন্ট।