সদ্যই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হল ধুমধাম করে। তেমনই একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় সকলকে রীতিমত তাক লাগিয়ে দিলেন শঙ্কর মহাদেবন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে সেই ভিডিয়ো।
শঙ্কর মহাদেবনের গলায় নজরুল গীতি
গত ২১ জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। আর সেদিনের একটি অনুষ্ঠানে বলিউডের বিখ্যাত গায়ক তথা মিউজিক কম্পোজার এবং পরিচালক শঙ্কর মহাদেবন নজরুল গীতি গেয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। তাও যে সে গান নয়, দুর্গম গিরি কান্তার মরু গানটি গেয়েছেন তিনি। এই অনুষ্ঠানটির পরিচালনা এবং আয়োজন করেছিলেন সৌরেন্দ্র সৌম্যজিৎ। তাঁরা প্রতিবারই বিশ্ব সঙ্গীত দিবসে কোনও না কোনও অনুষ্ঠানের আয়োজন করেন। তবে এবারের এই অনুষ্ঠানে শঙ্কর মহাদেবনের গলায় এই গান যেন সকলকে মুগ্ধ করেছে।
আরও পড়ুন: বেসুরো বেতালা গাওয়া পুরনো ভিডিয়োর জেরে ট্রোল্ড কিয়ারা! বললেন, 'আচমকাই কী যে হল...'
মেঘদূত রায়চৌধুরী নামক এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভিডিয়োটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বর্তমানে ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। ইতিমধ্যেই কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। লাইক পেয়েছে প্রায় ১ মিলিয়ন। শোনা হয়েছে তারও বেশি।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'গায়ে কাঁটা দিল পুরো।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ধন্যবাদ সৌরেন্দ্র সৌম্যজিৎ এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দর।' তবে সবাই যে প্রশংসা করেছেন সেটাই নয়। অনেকেই কটাক্ষ করেছেন।
এক ব্যক্তি লেখেন, 'গানটির পুরো শেষ করে দিল। গানটির থিমটাই ধরতে পারেননি। জঘন্য একেবারে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'গায়ে কাঁটা দেওয়ার বদলে ভীষণই বিরক্ত হলাম।'