বাংলা নিউজ > বায়োস্কোপ > Shantanu Moitra: শান্তনুর ৮০ বছরের বৃদ্ধা মায়ের নাচে জমল দোলের প্রভাতফেরির অনুষ্ঠান, দেখুন ভিডিয়ো

Shantanu Moitra: শান্তনুর ৮০ বছরের বৃদ্ধা মায়ের নাচে জমল দোলের প্রভাতফেরির অনুষ্ঠান, দেখুন ভিডিয়ো

মায়ের অদেখা ভিডিয়ো পোস্ট করে শুভেচ্ছাবার্তা শান্তনুর

Shantanu Moitra: নারী দিবসে মায়ের অদেখা ছবি পোস্ট করলেন শান্তনু মৈত্র। তাঁর ৮০ বছরের বৃদ্ধা মা রবীন্দ্র সঙ্গীতে নেচে নেচে দোল উপলক্ষ্যে প্রভাত ফেরির অনুষ্ঠান আলোকিত করলেন।

শান্তনু মৈত্রর মায়ের ৮০ বছর বয়স। কিন্তু বোঝা দায়! অল্প বয়সী মেয়েদের সঙ্গে জমিয়ে নাচ করলেন দোলের প্রভাত ফেরির অনুষ্ঠানে। মায়ের সেই বিশেষ ভিডিয়ো পোস্ট করেন শান্তনু নিজেই।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একদল মহিলা রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত পর্যায়ের গানে নাচ করছেন। তাঁদের সকলের পরনে হলুদ বা কমলা রঙের শাড়ি, গলায় গাদার মালা, আবির । তাঁদের সঙ্গে নীল সাদা শাড়ি পরে গালে লাল আবির লাগিয়ে সমান তালে নেচে চলেছেন এক বৃদ্ধা। তাঁর সেই নাচ আলাদা ভাবে আপনার নজর কাড়বেই এই ভিডিয়ো দেখে। লাইভ গানের সঙ্গে তাঁরা সকলে নাচ করতে করতে এগিয়ে চলেছেন। প্রাণ ভরা বসন্ত উৎসবের প্রভাত ফেরিতে তাঁরা সকলে বসন্তে ফুল গাঁথল গানটিতে নাচ করছেন।

এই ভিডিয়ো পোস্ট করে শান্তনু মৈত্র লেখেন, 'নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কের প্রভাত ফেরির ভিডিয়ো। দোল উপলক্ষ্যে এই আয়োজন। আর সবার মাঝে রয়েছেন আমার ৮০ বছরের বৃদ্ধা মা। তাঁর উদ্যম, উৎসাহ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তাঁর আশপাশে থাকা সকলেই যেন তাঁকে আরও বিশেষ করে তুলছেন।' তিনি এই পোস্টে আরও লেখেন, 'প্রতিদিনই নারী দিবস। আমার মা একজন অতিসাধারণ নারী।'

শান্তনু মৈত্রের পোস্টে কৌশিকী চক্রবর্তী কমেন্ট করেন। তিনি লেখেন, 'এটা অমূল্য। উনি সত্যি স্পেশাল। ভীষণ খুশি হলাম ওঁকে দেখে।' এছাড়া তাঁর বহু ভক্ত কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ ইন্সপায়ারিং। ওঁকে আমার শ্রদ্ধা।' আরেক ব্যক্তি লেখেন, 'এটাই তো স্পিরিট। ভীষণ সুন্দর। ওর জন্য গর্ব হচ্ছে।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনার মাকে আমার প্রণাম। উনি প্রমাণ করে দিলেন বয়স শুধুই একটা নম্বর।'

বন্ধ করুন
Live Score