নতুন বছরের শুরুতেই বিচ্ছেদ জল্পনায় জেরবার ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তাঁর চিকিৎসক-ইনফ্লুয়েন্সার স্ত্রী ধনশ্রী ভার্মা। তাঁদের দাম্পত্যে সবকিছু ঠিক নেই, সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন দুজনেই। তবে ডিভোর্স নিয়ে সরাসরি কথা বলেননি তাঁরা। এরই মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল একটি ছবি পোস্ট করেন, সেখানে অজ্ঞাতপরিচয় মহিলার ঝাপসা ছবির সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত যুজি। এইসবের মাঝেই ধনশ্রী একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন তিনি আজকাল কী নিয়ে ব্যস্ত।
ভিডিয়োতে ধনশ্রী বলছেন, ‘তাই আমি ভেবেছিলাম আজ আমি আকর্ষণীয় কিছু করতে চলেছি, বিশেষ কিছু, আলাদা কিছু, যা আমার বন্ধুরা পরামর্শ দিয়েছিল এবং এটা একটা থেরাপির মতো। এটাই আমার প্রথম মৃৎশিল্পের ক্লাস।’ হ্যাঁ, জীবনের সমস্যা থেকে বাঁচতে অন্যরকমের থেরাপির সহায় হয়েছেন ধনশ্রী। মাটির জিনিস তৈরির ক্লাসে যোগ দিয়েছেন তিনি।
মৃৎশিল্পের ক্লাস শুরু করে একটি পাত্র তৈরি করে সবাইকে দেখান। তাঁর চোখে-মুখে খুশি ও উচ্ছ্বাস স্পষ্ট দেখা যাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে ধনশ্রী লিখেছেন, ‘নিজের ভাগ্য তৈরি করুন, একবারে এক টুকরো, আমার প্রথম মৃৎশিল্পের ক্লাস এবং আমি খুব খুশি যে এটি এত ভাল হয়েছে। অবশ্যই একবার চেষ্টা করে দেখুন।’
ধনশ্রী এই ভিডিওতে প্রচুর ইতিবাচক মন্তব্য পাচ্ছেন। সবাই তাঁকে অতীত ভুলে ইতিবাচক থাকতে বলছেন।
২০২০ সালের ডিসেম্বরে চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়। সম্প্রতি দুজনের বিবাহ বিচ্ছেদের খবর আসে এবং ধনশ্রীকে প্রচুর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল। অভিনেত্রী এর আগে এই প্রতিবেদনের বিষয়ে নীরবতা ভেঙেছিলেন, ‘গত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। সবচেয়ে খারাপ দিক হলো, ফ্যাক্টস চেক না করে কারো চরিত্র খারাপ। আমি এত বছর ধরে কঠোর পরিশ্রম করেছি এবং নিজের জন্য একটি নাম তৈরি করেছি। আমার নীরবতাকে আমার দুর্বলতা হিসেবে নেবেন না, এটা আমার শক্তি।’
চুপ থাকেননি চাহালও। চাহাল সম্প্রতি ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ বিবৃতি দেন। চাহাল বলেন, 'আমি আমার সমস্ত ভক্তদের কাছে তাদের অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, যা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। তবে এই যাত্রা এখনও শেষ হয়নি, কারণ আমার দেশ, আমার দল এবং আমার ভক্তদের জন্য এখনও অনেক অবিশ্বাস্য ওভার বাকি রয়েছে।
একজন ক্রীড়াবিদ হিসেবে যেমন আমি গর্বিত, তেমনি আমি একজন সন্তান, একজন ভাই এবং একজন বন্ধুও। আমি সাম্প্রতিক ঘটনাগুলি ঘিরে কৌতূহল বুঝতে পারি, বিশেষত আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। তবে আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট যা সত্য হতে পারে বা নাও হতে পারে'। যদিও নিজেই ফের অজ্ঞাত পরিচয় নারীর সঙ্গে ভিডিয়ো কলের স্ক্রিনশট শেয়ার করে বিচ্ছেদ ও পরকীয়ার জল্পনা উস্কে দিচ্ছেন চাহাল।