বলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জোশ থেকে লক্ষ্য, জানি দুশমন সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই শরদ কাপুরের নামে এদিন যৌন হেনস্থার অভিযোগ উঠল। শাহরুখ খান, হৃতিক রোশনের সহঅভিনেতা ঠিক কী ঘটিয়েছেন?
কী অভিযোগ উঠল শরদ কাপুরের বিরুদ্ধে?
এদিন এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ এবং অশ্লীল ভাবে গায়ে হাত দেওয়ার অভিযোগে শরদ কাপুরের নামে অভিযোগ দায়ের হয়েছে। মুম্বইয়ের খার থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ৩২ বছর বয়সী মহিলা। তবে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে জানানো হয়েছে এলওসি কার্গিল ছবির অভিনেতা সেই মহিলাকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। সেখানেই তিনি তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেন। জোর করে তাঁকে 'বেঠিক ভাবে' স্পর্শ করে।
খার থানার তরফে আরও জানানো হয়েছে যে এই ৩২ বছরের মহিলার সঙ্গে শরদ কাপুরের ফেসবুকের মাধ্যমে আলাপ। তারপর তাঁরা একে অন্যের সঙ্গে ভিডিয়ো কলেও কথা বলেছেন। এরপর অভিনেতা তাঁকে তবে বাড়িতে ডাকেন শ্যুটিংয়ের বিষয়ে কথা বলার অছিলায়। ফোনেই নিজের লোকেশন পাঠিয়ে দেন জোশ অভিনেতা। খার এলাকায় অবস্থিত শরদের অফিসে ডাকা হয় তাঁকে। কিন্তু সেই মহিলা সেখানে গিয়ে বুঝতে পারেন ওটা কোনও অফিসই নয়। বরং সেটা অভিনেতার বাড়ি।
তিনি যখন সেই বাড়িতে যান, তিন তলায় গিয়ে বেল বাজালে এক ব্যক্তি দরজা খুলে দেন বলেই জানান সেই মহিলা। এবং ভিতর দিয়ে তখন শরদ তাঁকে তাঁর বেডরুমে ডাকেন। এরপর সেদিন বিকেলেই শাহরুখ খানের সহঅভিনেতা সেই মহিলাকে হোয়াটসঅ্যাপে অকথ্য ভাষায় মেসেজ পাঠান। এরপরই গোটা ঘটনাটা ভিকটিম তাঁর এক বন্ধুকে জানান। তারপর তাঁরা গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: 'আজ রাতে আর ওর ঘুম আসবে না...', যুবরাজ-ভক্তের জন্য কৌন বনেগা ক্রোড়পতিতে বিশেষ চমক অমিতাভের!
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেতার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা, ৭৫ ধারা এবং ৭৯ ধারায় FIR দায়ের করা হয়েছে। মহিলার বিরুদ্ধে ক্রিমিনাল আচরণ, যৌন হেনস্থা এবং মহিলার শালীনতা নষ্ট করার অপরাধে এই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।