সারাজীবন গানই ছিল তাঁর সঙ্গী। গান ছিল তাঁর সাধনা। জীবনের শেষদিনেও গানকে বুকে করে আঁকলে নিয়েই চলে গেলেন পদ্মভূষণ প্রাপ্ত গায়িকা সারদা সিনহা। ছটপুজোর গানের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন এই লোকসঙ্গীত শিল্পী। 'বিহার কোকিলা' বলা হত তাঁকে। সম্প্রতি হাসপাতালের মৃত্যুশয্যায় থেকে ভাইরাল হয়েছে সারদা সিনহা-র একটি ভিডিয়ো। যা দেখে চোখে জল সঙ্গীতশিল্পীর বহু অনুরাগীর।
কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সঙ্গীতশিল্পী সারদা সিনহা। তাঁর নাকে নল লাগানো। সেই অবস্থাতেও শুয়ে শুয়ে গান গাইছেন শিল্পী। যা দেখে অভিভূত তাঁর অনুরাগীরা। ভিডিয়োটি গানটি স্পষ্ট না বোঝা গেলেও। মৃত্যুশয্যায় সারদা সিনহা যে গানটি গাইছিলেন, সেটিও ছটপুজো গান বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-ঝিকিমিকি আলোয় কৌশানির 'ডাকাতিয়া বাঁশি'তে চন্দননগরের মণ্ডপে চলছে নাচ, শিবপ্রসাদ লিখলেন…
চলতি বছরের (২০২৪) ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সারদা সিনহা। দিল্লির AIIMS- এ চিকিৎসা চলছিল শিল্পীর। অঙ্কোলজি বিভাগের আন্ডারে ICU বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলন তিনি। এরপর গত ৫ নভেম্বর তাঁর মৃত্যুর খবর মেলে। ইনস্টাগ্রাম সেই দুঃসংবাদ দিয়েছিলেন ছেলে অংশুমান সিনহা। মায়ের একটি ছবি পোস্ট করে এদিন অংশুমান লিখেছিলেন, 'তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর আমাদের সঙ্গে নেই।'
জানা যাচ্ছে ২০১৮ সাল থেকে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত ছিলেন সারদা সিনহা। যেটা কিনা একধরনের ব্লাড ক্যানসার। এই রোগের কারণেই ক্রমে দুর্বল হয়ে পড়েছিলেন শিল্পী। এত দুর্বলতা সত্ত্বেও শেষ সময়েও শিল্পীকে ছট পুজোর গান গাইতে দেখে অভিভূত সকলে।
কিছুদিন আগেই স্বামী ব্রজ কিশোর সিনহাকে হারিয়েছিলেন সারদা সিনহা। যিনি কিনা পড়ে গিয়ে মাথায় চোট পান, ব্রেন হ্যামারেজ কারণে মৃত্যু হয়েছিল সারদা সিনহার স্বামীর। এদিকে চলতি বছরের (২০২৪) শুরুর দিকে তাঁরা তাঁদের ৫৪ তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন। স্বামীর মৃত্যুর কিছুদিনের মধ্যেই চলে গেলেন সারদা সিনহা।
শিল্পী সারদা সিনহা শুধুই যে ছটপুজোর গান গেয়েছেন, তা কিন্তু নয়। মৈথিলী, ভোজপুরি, মগধী সহ একাধিক ভাষায় একাধিক গান গেয়েছেন তিনি। এছাড়াও তিনি ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন সহ একাধিক ছবিতে প্লেব্যাক করেন সারদা সিনহা।