আবারও শুরু হয়েছে শার্ক ট্যাঙ্ক। সেখানেই এক শিউরে ওঠার মতো গল্প শোনালেন শাদি ডট কমের মালিক তথা অন্যতম শার্ক অনুপম মিত্তল। জানালেন একটি ট্রেন দুর্ঘটনায় বাদ পড়ে তাঁর ভাইয়ের হাত এবং পা। তারপর সেই কাটা পা তিনি ব্যাগ করে ফিরেছিলেন।
কী ঘটেছে শার্ক ট্যাঙ্কে?
শার্ক ট্যাঙ্ক ৪ এর সাম্প্রতিকতম পর্বে দেখা গিয়েছে FUPRO সংস্থার দুই কর্ণধার নিমিশ মেহরা এবং সিরিল জো বেবি তাঁদের প্রজেক্টের কথা বলছেন যাঁরা প্রস্থেটিকসের বাজারে আবারও বিনিয়োগ করছে, অভিনব সমস্ত প্রোডাক্ট, ভাবনা আনছে তাও ব্যয় সাপেক্ষ ভাবেই। তাঁরা জানান যে তাঁদের এই উদ্যোগে তাঁর ২০ টি ক্রিয়েটিভ প্রোডাক্টের দ্বারা ১৫ হাজারের বেশি জীবন বদলে দিয়েছেন। এদিন তাঁরা তাঁদের ব্যবসায় বিনিয়োগের জন্য শার্ক ট্যাঙ্কে এসেছিলেন।
কীভাবে FUPRO এর প্রোডাক্ট কাজ করে, কেন এখানে বিনিয়োগ করা হবে সেই বিষয়ে কথা বলতে গিয়েছে তাঁরা একজন জাতীয় স্তরের পর্বতারোহীর কথা বলেন যিনি একটি দুর্ঘটনায় পা হারিয়েছিলেন। কিন্তু এখন প্রস্থেটিক পা লাগিয়ে তিনি আবার হাঁটা চলা করতে পারছেন। এরপর তাঁরা পা বাদ দেওয়া, নতুন পা লাগানোর বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। সেখানেই অনুপম মিত্তল তাঁর নিজের একটি অভিজ্ঞতার কথা জানান।
অনুপম এদিন বলেন, 'আমার এক তুতো ভাই ট্রেনের নিচে চলে আসে। ওর হাত আর পা বাদ যায় সেই দুর্ঘটনায়। দুর্ভাগ্যজনক ভাবে আমি ওর পা ব্যাগে করে নিয়ে ফিরেছিলাম, যদি কোনও ভাবে সেটা আবার লাগানো যায়। কিন্তু প্রস্থেটিকের সাহায্য নিতে হয়। তুমি যা বললে সেটা আমি বুঝেছেন এগুলো সত্যিই সমস্যার।'
আরও পড়ুন: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী