Shark Tank India Networth: পীযূষ বনশল, নমিতা থাপার, অনুপম মিত্তল, অমন গুপ্তা, বিনীতা সিং, অমিত জৈনদের মধ্যে কোন শার্কের সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি দেখে নিন-
1/7
রিয়েলিটি শো 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া'-এর সিজন 2 টেলিকাস্ট শুরু হয়েছে সম্প্রতি। এবারের সিজনে নেই অশনির গ্রোভার। সেই জায়গায় এসেছেন অমিত জৈন। এবারের শো-তে শার্ক হিসেবে দেখা মিলবে পিয়ুশ বনশল, নমিতা থাপার, অনুপম মিত্তল, অমন গুপ্তা, বিনীতা সিংরা। চলুন জেনে নেই কোন শার্ক কত কোটির মালিক।
2/7Lenskart-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পীয়ুষ বনসাল। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। পড়াশোনা করেছেন IIM-এও। বর্তমানে তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৬০০ কোটির কাছাকাছি।
3/7নমিতা থাপার ওরফে ‘ফার্মা-মা’ Emcure Pharmaceuticals-এর কার্যনির্বাহী পরিচালক। ICAI থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়ে পড়াশোনা করেন ও ডিউকের ফুকা স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেন। নমিতার সম্পত্তির পরিমাণও রিপোর্ট অনুসারে ৬০০ কোটির কাছাকাছি।
4/7shaadi.com-এর সিইও এবং প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে। সেখানের কলেজ থেকে অপারেশনস এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে এমবিএ করেছেন। আপাতত তাঁর কোম্পানির বাজার মূল্য ১৮৫ কোটি টাকা।
5/7শার্ক আমন গুপ্তা হলেন Boat-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন। আমন CA-ও পাশ করেছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৭০০ কোটির কাছাকাছি।
6/7SUGAR Cosmetics-এর সিইও এবং প্রতিষ্ঠাতা বিনীতা সিং দিল্লি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং আইআইএম আহমেদাবাদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি। রিপোর্ট অনুসারে তাঁর সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটি টাকা।
7/7শার্ক অমিত জৈন এবারেই প্রথম। গিরনার সফট ও কার দেখোর কো ফাউন্ডার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ২,৯৮০ কোটি টাকা। মানে পুরনো শার্কদের থেকে কয়েকগুণ বেশি বড়লোক তিনি।