ভালোবাসায় ভুল বোঝাবুঝি থাকে। কিন্তু না, এবার আর কোনও ভুল বোঝাবুঝির অবকাশ নেই। চিরতরে মৃত্যুঞ্জয়কে তাঁর জীবন থেকে মুছে ফেললেন শার্লি মোদক। হ্যাঁ, বছর ঘুরতেই ফের প্রেম ভাঙল ফুলকির সতীন-কাঁটার। আরও পড়ুন-ট্রোলিংকে বুড়ো আঙুল, TRP-তে জয়জয়কার! কী বলছেন ফুলকির 'সতীন কাঁটা' শার্লি?
ছোটপর্দার অতি পরিচিত মুখ শার্লি। প্রেম নিয়েও বরাবরই খোলামেলা নায়িকা। ২০২৩ শুরু হতে না হতেই ব্রেক-আপের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর ৫ বছর পুরোনো প্রেম এখন ইতি। সেইসময় প্রেম ভেঙেছিল ঠিকই, কিন্তু শরীরে খোদাই করা মৃত্যুঞ্জয় (নীল)-এর নাম মুছে ফেলেননি শার্লি।
১০ মাস পর ফের কাছাকাছি আসেন প্রাক্তন প্রেমিক জুটি। গত বছর পুজোর আগেই জোড়া লাগে প্রেম, সেই কথ হিন্দুস্তান টাইমস বাংলাকেই প্রথম জানিয়েছিলেন শার্লি। ২০১৭ সালে দুর্গাপুজোয় পরস্পরের প্রতি কমিটেড হয়েছিলেন শার্লি-মৃত্যুঞ্জয়, কিন্তু এই বছর পুজোর আগে ফের সব শেষ! পরস্পরের কপল ছবি মুছে ফেলা থেকে, ইনস্টায় আনফলো- সবই ঘটে গিয়েছে গত কয়েক সপ্তাহে।
এবার আর সম্পর্ক জোড়া লাগার কোনও চান্স নেই, তেমনই ইঙ্গিতও দিয়ে দিলেন শার্লি। নায়িকার ডান হাতে ট্যাটু করা ছিল প্রেমিকের ডাকনাম- NIL (নীল)। সেই ট্যাটু ঢেকে ফেললেন অভিনেত্রী। আপতত ময়ূরের পালক দিয়েই নীলের নাম ঢেকেছেন শার্লি।
শার্লির নতুন ইনস্টা রিলে জ্বলজ্বল করছে সেই ট্যাটু। সম্পর্ক জোড়া লাগা প্রসঙ্গে গত বছর শার্লিকে বলতে শোনা গিয়েছিল, ‘এই যে কয়েকটা মাস আমরা আলাদা ছিলাম। নিজের মতো করে কাটিয়েছি এই সময়টা। তাই আরও বেশি করে একে অপরকে কাছে পাওয়ার বিষয়টা অনুভব করেছি। তাই আবারও একসঙ্গে’। কেন সেই তাগিদ ফুরিয়ে গেল তা অবশ্য স্পষ্ট নয়।
কিছুদিন আগেই প্রেম ভেঙেছে ফুলকির নায়ক অভিষেক বসুর। অভিনেত্রী সুরভির সঙ্গে বিয়ের আগেই সম্পর্কের পাঠ চুকিয়েছেন নায়ক। ব্রেকআপ নিয়ে অবশ্য মুখ খোলেননি দুজনেই। ফুলকি ধারাবাহিকে রোহিত অর্থাৎ অভিষেকের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শার্লি। এই সিরিয়ালেই দর্শক প্রথমবার খল নায়িকার ভূমিকায় দেখেছে তাঁকে। আরও পড়ুন-‘দিদি ফটাকা কী জিনিস?’ ছেলে ইউভানকে জীবনের পাঠ দিতে গিয়ে ট্রোলের শিকার শুভশ্রী
এরপর লক্ষ্মী কাকিমার আদুরে বউমা কিংবা রাহুলের ‘ভাগ্যলক্ষ্মী’ হিসাবে ছোটপর্দায় ধরা দিয়েছেন শার্লি।