অভিষেক বসুর প্রেম জীবন বড়ই রঙিন। ২০২০ সালের ডিসেম্বর মাসে দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু পরের বছরই তাঁদের ব্রেকআপের খবর সামনে উঠে আসে। এরপর সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও ভেঙে যায়।
এরপর শার্লি মোদকের প্রেমে পড়েন অভিষেক। যদিও শার্লিও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন আগেই। অভিষেকের সঙ্গে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রেমের সম্পর্ক। সমস্ত বাধা-বিপত্তি সরিয়ে অবশেষে চলতি বছরে চার হাত এক হয় অভিষেক ও শার্লির।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
বিয়ের পর অভিষেকের এটি প্রথম জন্মদিন। স্বামীর জন্মদিন একেবারে অন্যরকম ভাবে পালন করার জন্য সমস্ত চেষ্টা করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় স্বামীর বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান এবং দামি মানুষ। জানি না এই বিশেষ দিনটা তোমার জন্য কতটা বিশেষ করে তুলতে পারব।
অভিনেত্রী আরও লেখেন, ‘আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার বন্ধু। তোমার সবটুকু নিয়ে আমি ভালোবাসি। তোমার মধ্যে কিছু খারাপ চোখে পড়ে না, তুমি সত্যি সবার থেকে ভালো। যেভাবে তুমি সকলকে সম্মান দাও, কাউকে ছোট করো না, সেটা আমার ভীষণ ভালো লাগে। ইউনিভার্সকে ধন্যবাদ তোমাকে পাওয়ার জন্য।’
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘ভালোবেসে সম্মান দিতে সবাই পারে না, অনেক ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন বন্ধু, শুভ জন্মদিন বর।’ অভিষেকের যে ছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে, কখনও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করছেন পোজ দিয়ে কখনও আবার ভালোবেসে মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন।
প্রসঙ্গত, বিয়ের দু মাসের মাথায় একটি অদ্ভুত পোস্ট করতে দেখা যায় তারকা জুটিকে। অনেকেই ভেবেছিলেন বিয়ের কিছু দিনের মধ্যেই হয়তো সম্পর্কে চিড় ধরল, যদিও পরে অন্য একটি পোষ্টের মাধ্যমে বোঝা যায় যে সম্পর্ক সুস্থ স্বাভাবিকই রয়েছে। বিচ্ছেদের কোনও কারণ নেই।