বাংলা নিউজ > বায়োস্কোপ > Sharman Joshi In Golmaal: 'লক্ষ্মণ প্রসাদ' শরমন কি থাকছেন গোলমালের পরের ভাগে? কী জানালেন অভিনেতা

Sharman Joshi In Golmaal: 'লক্ষ্মণ প্রসাদ' শরমন কি থাকছেন গোলমালের পরের ভাগে? কী জানালেন অভিনেতা

শরমন কি থাকছেন গোলমালের পরের ভাগে?

Sharman Joshi in Golmaal Series: গোলমাল ছবির ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ছাড়া শরমন যোশীকে আর দেখা যায়নি। অভিনেতা কী জানালেন এই ছবির পরিচালককে?

২০০৬ সালটি শরমন যোশীর কেরিয়ারের একটি দারুন বছর ছিল। এই বছরেই তাঁর দুটি হিট ছবি মুক্তি পেয়েছিল, একদিকে ছিল ‘রঙ দে বসন্তী’, আরেকদিকে ছিল ‘গোলমাল’। কিন্তু দু'বছর পর যখন গোলমাল ছবিটির সিক্যুয়েল মুক্তি পেল সেখানে আর তাঁকে দেখা যায়নি। এবার সেই বিষয় নিয়ে মুখ খেললেন অভিনেতা। তিনি একটি সাক্ষাৎকারে জানালেন কেন তাঁকে এই ছবির পরবর্তী ভাগগুলোতে দেখা যায়নি, আগামীতে দেখা যাবে কিনা, ইত্যাদি বিষয়গুলো।

হিন্দি ছবির অন্যতম সফল এবং সেরা ফ্র্যাঞ্চাইজি হল গোলমাল। প্রথম ছবি মুক্তি পাওয়ার পর পনের বছর কেটে গিয়েছে, কিন্তু এই ছবির জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। তবে শরমনকে আর এই ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে দেখা যায়নি। গোলমাল রিটার্নস ছবিতে তাঁর জায়গায় শ্রেয়াস তালপাড়েকে দেখা গিয়েছিল। অন্যান্য অনেক অভিনেতারা এই ছবিতে যুক্ত হয়েছেন পরবর্তী সময়ে কিন্তু শরমনকে আর কখনই দেখা যায়নি।

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতাকে যখন প্রশ্ন করা হয় তাঁকে কেন গোলমালের অন্য ছবিগুলোতে আর দেখা যায়নি, তখন তাঁর উত্তরে তিনি জানান, 'ম্যানেজমেন্টের কিছু সমস্যা ছিল। আমার ম্যানেজমেন্ট সেভাবে যোগাযোগ করতে পারছিল না, যোগাযোগে ত্রুটি ছিল। আরেকটা কারণ ছিল টাকা। তাঁরা যে টাকা চাইছিল সেটায় প্রযোজকরা রাজি হচ্ছিল না। আর আমি জানতাম না যে আমার অজান্তে এমন কিছু ঘটছে। যখন জানতে পারি তখনই আমি ওঁদের সঙ্গে যোগাযোগ করেছি।'

তিনি আরও জানান, এরপর প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা মিটলেও তাঁর জন্য কোনও চরিত্র আর সেভাবে আসেনি। হয়েও ওঠেনি। সম্প্রতি গোলমাল ছবির পরিচালক রোহিত শেঠি এবং শরমন যোশীকে একটি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে, তাঁরা সেখানে গোলমাল ছবি নিয়ে মজাও করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, 'আমি ওঁকে অনুরোধ করেছি যেন আমি পরবর্তী গোলমালে কাজ করতে পারি, উনি তাতে সম্মতি জানিয়েছেন। আপাতত বিষয়টা এতটুকু অবস্থাতেই আছে। আশা আছে। যদিও জানি না আমি সত্যি আর এই ছবির অংশ হতে পারব কিনা। কিন্তু হলে ভালো লাগবে।'

বায়োস্কোপ খবর

Latest News

একটা ছবি তুলে রাজনীতি করল- পিটি ঊষার বিরুদ্ধে ভিনেশ ফোগাটের বড় অভিযোগ এবার অন্তর্বাস তৈরির ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিচ্ছে রিলায়েন্স! ক্যানসার আক্রান্ত হওয়ার কথায় কেঁদে ফেলেন প্রতিযোগী, অমিতাভ বলেন,‘আমিও বহুবার…' রাহুলের শিখ মন্তব্যে ‘হাতিয়ার’ পেল খলিস্তানি জঙ্গিরা! চাপে ফেলার চেষ্টা ভারতকে ২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.