২০০৬ সালটি শরমন যোশীর কেরিয়ারের একটি দারুন বছর ছিল। এই বছরেই তাঁর দুটি হিট ছবি মুক্তি পেয়েছিল, একদিকে ছিল ‘রঙ দে বসন্তী’, আরেকদিকে ছিল ‘গোলমাল’। কিন্তু দু'বছর পর যখন গোলমাল ছবিটির সিক্যুয়েল মুক্তি পেল সেখানে আর তাঁকে দেখা যায়নি। এবার সেই বিষয় নিয়ে মুখ খেললেন অভিনেতা। তিনি একটি সাক্ষাৎকারে জানালেন কেন তাঁকে এই ছবির পরবর্তী ভাগগুলোতে দেখা যায়নি, আগামীতে দেখা যাবে কিনা, ইত্যাদি বিষয়গুলো।
হিন্দি ছবির অন্যতম সফল এবং সেরা ফ্র্যাঞ্চাইজি হল গোলমাল। প্রথম ছবি মুক্তি পাওয়ার পর পনের বছর কেটে গিয়েছে, কিন্তু এই ছবির জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। তবে শরমনকে আর এই ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে দেখা যায়নি। গোলমাল রিটার্নস ছবিতে তাঁর জায়গায় শ্রেয়াস তালপাড়েকে দেখা গিয়েছিল। অন্যান্য অনেক অভিনেতারা এই ছবিতে যুক্ত হয়েছেন পরবর্তী সময়ে কিন্তু শরমনকে আর কখনই দেখা যায়নি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতাকে যখন প্রশ্ন করা হয় তাঁকে কেন গোলমালের অন্য ছবিগুলোতে আর দেখা যায়নি, তখন তাঁর উত্তরে তিনি জানান, 'ম্যানেজমেন্টের কিছু সমস্যা ছিল। আমার ম্যানেজমেন্ট সেভাবে যোগাযোগ করতে পারছিল না, যোগাযোগে ত্রুটি ছিল। আরেকটা কারণ ছিল টাকা। তাঁরা যে টাকা চাইছিল সেটায় প্রযোজকরা রাজি হচ্ছিল না। আর আমি জানতাম না যে আমার অজান্তে এমন কিছু ঘটছে। যখন জানতে পারি তখনই আমি ওঁদের সঙ্গে যোগাযোগ করেছি।'
তিনি আরও জানান, এরপর প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা মিটলেও তাঁর জন্য কোনও চরিত্র আর সেভাবে আসেনি। হয়েও ওঠেনি। সম্প্রতি গোলমাল ছবির পরিচালক রোহিত শেঠি এবং শরমন যোশীকে একটি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে, তাঁরা সেখানে গোলমাল ছবি নিয়ে মজাও করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, 'আমি ওঁকে অনুরোধ করেছি যেন আমি পরবর্তী গোলমালে কাজ করতে পারি, উনি তাতে সম্মতি জানিয়েছেন। আপাতত বিষয়টা এতটুকু অবস্থাতেই আছে। আশা আছে। যদিও জানি না আমি সত্যি আর এই ছবির অংশ হতে পারব কিনা। কিন্তু হলে ভালো লাগবে।'