মেয়ে ভার্সেস ছেলে বউ, এই বিষয়ে তর্কবতর্ক সেই কবে থেকেই না হয়ে আসছে! আর এই বিতর্কিত বিষয় নিয়েই নিজের শাশুড়ির কাছে একবার প্রশ্ন রেখেছিলেন করিনা কাপুর খান নিজের রেডিয়ো শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)-এর মা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। আর করিনা (Kareena Kapoor) শাশুড়ির কাছেই জানতে চান মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য।
জবাবে একটু ভেবে শর্মিলা বলেন, ‘কন্যা এমন একজন যে আপনার কাছে বড় হয়েছে। সুতরাং আপনি তার মেজাজ জানেন, আপনি জানেন কি তাকে রাগিয়ে দেবে। কীভাবে সেই ব্যক্তির সঙ্গে আচরণ করতে হবে। আর আপনি যখন আপনার পুত্রবধূর সঙ্গে দেখা করছেন তখন তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং আপনি তার মেজাজ কেমন তা জানেন না। তাই মিলমিশ হতে সময় লাগে। নতুন মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার বাড়িতে আসছে, তাই আপনাকেই তাঁকে স্বাগত জানাতে হবে এবং তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যা তাঁর জন্য আরামদায়ক।’
তিনি যখন মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে এই পরিবারে আসেন তখনের অভিজ্ঞতাও করিনার শো-তে তুলে ধরেছিলেন শর্মিলা। সঙ্গে বলেছিলেন বিয়েতে মানিয়ে নেওয়া খুব ছোট বিষয় মনে হলেও, আদতে সেরকমটা নয়।
‘একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে মেয়েটি যাতে নতুন পরিবারে মানিয়ে নিতে পারে ভালোমতো। আর সব ব্যাপারে নমাক গলালেও চলবে। আমি যদি বলতে থাকি ‘আমার ছেলে না ছোটবেলা এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়’ এসব শো অফ বাধা হয়ে দাঁড়াতে পারে। ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিতে হবে। আগে ওদের সুযোগ করে দিতে হবে নিজেদের সম্পর্ক মজবুত করার। তারপর তুমি তোমার জায়গাটা নেবে।’
প্রবীন অভিনেত্রী ছেলের বউ করিনার প্রশংসাও করেন। বলেন, ‘আমার তোমার মধ্যে যে ধারাবাহিকতা আছে তা ভীষণ ভালো লাগে। জানি তোমাকে কোনও বার্তা পাঠালে তাঁর উত্তর তুমি দেবে। তোমার কাছে গেলে তুমি জানতে চাইবে আমি কী খেতে ভালোবাসি, আমার যা দরকার তুমি এনে দেবে। হতে পারে এটা কাপুর পরিবারের থেকে পাওয়া। তোমাকে আমি সবরকম পরিস্থিতিতে দেখেছি। তুমি অসাধারণভাবে সব সামলাও।’
২০১২ সালে বিয়ে করেন করিনা কাপুর খান আর সইফ আলি খান। তার আগে বছরকয়েক লিভ ইন সম্পর্কে ছিলেন সইফিনা। সইফের প্রথম স্ত্রী অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের সঙ্গেও মধুর সম্পর্ক করিনার। বন্ধুর মতো মেশেন দুই সৎ ছেলে-মেয়ের সঙ্গে। ননদ সোহা আলি খান ও তাঁর বর কুণাল খেমুর সঙ্গেও খুব ঘনিষ্ঠতা করিনার।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)