বাংলা নিউজ > বায়োস্কোপ > Shashi Kapoor: ইচ্ছাকৃত সিঁড়ি দিয়ে পড়ে যেতেন, খেয়ে নেন কুইনাইন! গর্ভেই শশীকে মারতে চান তাঁর মা

Shashi Kapoor: ইচ্ছাকৃত সিঁড়ি দিয়ে পড়ে যেতেন, খেয়ে নেন কুইনাইন! গর্ভেই শশীকে মারতে চান তাঁর মা

বলিউডের সফল অভিনেতা শশী।

শশী বলেছিলেন, 'আমার মা আচমকাই জেনেছিলেন তিনি অন্ত:সত্ত্বা। লজ্জিত হয়েছিলেন। আমার থেকে মুক্তি পাওয়ার সব রকম চেষ্টা করেছিলেন।

গর্ভে থাকাকালীনই শশী কাপুরকে শেষ করে ফেলতে চেয়েছিলেন তাঁর মা রামসরণি কাপুর। এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন অভিনেতা স্বয়ং।

অন্ত:সত্ত্বা হওয়ার রামসরণি এমন কয়েকটি কাজ করেন করেন যা অনাগত সন্তানের পক্ষে ক্ষতিকর। শশী বলেছিলেন, 'আমার মায়ের চার ছেলে ছিল। তার পর আমার অভিভাবক একটি মেয়েটি চেয়েছিলেন। ১৯৩৩ সালে আমার বোন উর্মিলা জন্মাল। এই পরিবার নিয়ে আমার মা-বাবা খুব আনন্দে ছিলেন।'

পৃথ্বীরাজ কাপুর এবং রামসরণির ছোট ছেলে শশী। তাঁর দুই দাদা অভিনেতা রাজ কাপুর এবং শাম্মি কাপুর। তাঁদের বোনের নাম উর্মিলা সিয়াল। শশী জানান, তাঁর আগে আরও দুই পুত্রের জন্ম দেন রামসরণি। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে হারান দুই সন্তানকে।

শশী বলেছিলেন, 'আমার মা আচমকাই জেনেছিলেন তিনি অন্ত:সত্ত্বা। লজ্জিত হয়েছিলেন। আমার থেকে মুক্তি পাওয়ার সব রকম চেষ্টা করেছিলেন। সেই সময় গর্ভপাতের সে রকম কোনও ব্যবস্থা ছিল না। মা আমাকে বলেছিলেন, উনি ইচ্ছে করে সাইকেল আর সিঁড়ি দিয়ে পড়ে যেতেন। কুইনাইন খেয়ে নিয়েছিলেন। কিন্তু আমিও জেদি ছিলাম।'

রাজ কাপুর পরিচালিত 'আগ' ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন শশী। এর পর 'ধর্মপুত্র', 'রোটি কাপড়া অউর মকান', 'দিওয়ার', 'সিলসিলা'র মতো সফল ছবিতে অভিনয় করেন তিনি।

বন্ধ করুন