ফের সমস্যার সুর শোনা গেল টলিপাড়ায়। একদিকে অভিনেতার বিরুদ্ধে l শ্লীলতা হানির অভিযোগ অন্যদিকে মেকআপ আর্টিস্টের আত্মহত্যার চেষ্টা, সবমিলিয়ে টলিউডের চলছে টালমাটাল অবস্থা। এর মধ্যেই আবার পুজোর ছবিকে কেন্দ্র করে শোনা গেল মতানৈক্যের সুর।
দুর্গাপূজোয় মুক্তি পেতে চলেছে পথিকৃত বসু পরিচালিত সিনেমা শাস্ত্রী। ইতিমধ্যেই সিনেমার কিছু ঝলক প্রকাশে এসেছে। তবে সমস্যা তৈরি হয়েছে সিনেমার আবহ সংগীতের দায়িত্বে থাকা নিয়ে। জানা গিয়েছিল, সংগীত পরিচালনার পাশাপাশি সিনেমায় আবহ সংগীতের দায়িত্বে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, কিন্তু সম্প্রতি সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে দীপ্তার্ক বসুকে।
আরও পড়ুন: (‘প্রথমে ওঁকে দেখে ভয় পেয়ে...’ রাজকুমারকে নিয়ে হঠাত্ এমন কেন বললেন পত্রলেখা?)
আরও পড়ুন: (ইউটিউব থেকে হাওয়া বিয়ারবাইসেপসের সব ভিডিয়ো! ঠিক কী ঘটেছে রণবীরের চ্যানেলে?)
সূত্র অনুযায়ী জানা যায়, এই সিনেমার ট্রেলারে প্রথমে ইন্দ্রদীপ একটি আবহসংগীত তৈরি করেছিলেন কিন্তু সেটি নির্মাতাদের একেবারেই পছন্দ হয়নি। তারপরেই হয়ে যায় দায়িত্ব বদল। দিন কয়েক আগেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। কিন্তু শেষ মুহূর্তে কেন এই বদল করা হলো তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। তবে শুধু এই সিনেমা নয়, দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত টেক্কা সিনেমার আবহসংগীত এর দায়িত্বেও রয়েছেন দীপ্তার্ক।
মজার বিষয়, এই সিনেমায় জ্যোতিষ চর্চার পাশাপাশি বিজ্ঞানের একটি বড় অংশ রয়েছে আর তাই ছবির আবহ সংগীতে নতুনত্ব আনার চেষ্টা করছেন নির্মাতারা। তবে আবহ সংগীতে ঠাঁযই না পেলেও ইন্দ্রদীপ এর গান সিনেমায় থাকবে বলে জানিয়েছে নির্মাতারা।
আরও পড়ুন: (সিনে জগতে ৫০ বছর পূর্তি শাবানার, আবেগপ্রবণ বিদ্যা লিখলেন, ‘ওঁর মতো কেউ…')
আরও পড়ুন: (দ্য কেরালা স্টোরির সাফল্যের পর আসছে সিক্যুয়েল! আদার এবারের ছবির বিষয়ও কী বিতর্কিত?)
এই বিষয় নিয়ে ইন্দ্রদিপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোন কথা বলেননি। এই বিষয়টি নিয়ে ছবির প্রযোজক বা পরিচালকের সঙ্গে কথা বলাই শ্রেয় বলে মনে করেছেন তিনি। একই কথা শোনা গেছে পথিকৃৎ বসুর মুখেও। তিনি বলেছেন, ছবি নিয়ে এখনো অনেক সিদ্ধান্ত নেয়া বাকি তাই এখনই কোন কথা বলা যাবে না।
শাস্ত্রী সিনেমায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতির পাশাপাশি দেখা যাবে দেবশ্রী রায় এবং সোহম চক্রবর্তীকেও। তবে বহুরূপী এবং টেক্কা এই দুটিকে কতটা পিছনে ফেলে দিতে পারবে শাস্ত্রী, সেটাই এখন দেখার