প্রতি বছরের মতো এই বছর পুজোতেও বক্স অফিসে টক্কর জমাবে একাধিক বাংলা ছবি। আর তাদেরই অন্যতম হল শাস্ত্রী। পথিকৃৎ বসুর পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, প্রমুখকে। কোন গল্প উঠে আসবে এই ছবিতে?
আরও পড়ুন: 'এই শারদীয়ায় এটুকুই চাই...' রাত দুটোয় একা শহর ঘুরে বেড়ালেন মধুমিতা! দেবী দুর্গার কাছে চাইলেন কী?
শাস্ত্রী ছবির গল্প
পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন শাস্ত্রী ছবিটির গল্পের অনুপ্রেরণা তিনি জনপ্রিয় লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের একটি গল্প থেকে পেয়েছেন। এই ছবিতে দেখানো হবে পরিমল সান্যাল নামক এক ব্যক্তির কথা। পরিমল একটি কারখানায় কাজ করেন। কিন্তু পরে সে কীভাবে একজন জ্যোতিষী থুড়ি শাস্ত্রী হয়ে ওঠেন সেটাই দেখা যাবে এই ছবিতে। শুধু শাস্ত্রী হয়ে ওঠা নয়, সে এই শহরের মাসিহাও হয়ে ওঠে। তাঁর সঙ্গে বিজ্ঞানের লড়াই লড়তে দেখা যাবে সৈকত মজুমদার নামক এক জ্যোতির্বিজ্ঞানীকে।
কাকে কোন চরিত্রে দেখা যাবে এই ছবিতে?
পরিমল সান্যালের চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। তবে স্ত্রীর চরিত্রে থাকবেন দেবশ্রী রায়। দীর্ঘ ১৬ বছর পর তাঁরা আবার জুটি বাঁধতে চলেছেন। তাঁদের ছেলের চরিত্রে থাকবেন আয়ুষ দাস। অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানী সৈকত মজুমদারের চরিত্রে থাকবেন সোহম চক্রবর্তী। তবে প্রেমিকা তথা একজন সাংবাদিকের চরিত্রে থাকবেন সৌরসেনী মৈত্র। এই ছবিতে পরিমলের বন্ধু তথা আরেকজন জ্যোতিষী হিসেবে থাকবেন কৌশিক সেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।
এই ছবি প্রসঙ্গে আনন্দবাজারকে মিঠুন জানিয়েছেন, 'পরিমল যখন প্রথম কারখানায় কাজ করত সেখানে তাঁর সঙ্গে অনেক অন্যায় হয়। শাস্ত্রী হয়ে পরে সে সেই সব অন্যায়ের প্রতিশোধ নেয়। পাল্টে যায় তার রূপ।' অন্যদিকে দীর্ঘদিন পর মিঠুনের সঙ্গে আবারও এই ছবিতে কাজ করতে পেরে দারুণ খুশি দেবশ্রী রায়।
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে এবার পথে নামবে কাকাবাবু-ফেলুদা! সৃজিত লিখলেন, 'সবাইকে হাঁটতে হবে'
তবে যতই এই ছবিতে বিজ্ঞান বনাম জ্যোতিষের লড়াই দেখানো হোক, আদতে এটি একটি ফ্যান্টাসি ঘরানার ছবি বলেই জানিয়েছেন পরিচালক। তাঁর বিশ্বাস এই ছবি দর্শকদের মনে অনেক প্রশ্ন তুলে দেবে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অর্ণব ভৌমিক। ইন্দ্রদীপ দাশগুপ্ত সঙ্গীত পরিচালনা করেছেন ছবিটির।