গীতিকার কুণাল ঘোষ, এবার পুজোয় তিনটি ভিন্ন স্বাদের গান নিয়ে হাজির। যার মধ্যে ২টি নাকি নিখাদ প্রেমের গান, আর অন্যটি নারী শক্তির। এখানে গায়ক আবার রূপঙ্কর বাগচী। এখবর নিজেই ফেসবুকের পাতায় জানিয়েছিলেন কুণাল ঘোষ। আর এরপরই রূপঙ্কর বাগচীকে কিছুটা বিঁধে ফেসবুকের পাতায় সিপিআইএমের শতরূপ ঘোষ লেখেন, ‘রূপঙ্করদা আজ রাত্তিরে একবার লাইভে এসে “Who is Kunal man???" বলে দিন তো…’।
শতরূপের কথাতেই স্পষ্ট তিনি রূপঙ্করের ‘Who is KK man’ বিতর্ক টেনেই গায়ককে খোঁচা দিয়েছেন। কিন্তু কেন? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের লেখা গান রূপঙ্কর বাগচী গাওয়ায় শতরূপ কি বিরক্ত?
এবিষয়ে আনন্দবাজারকে নিজের মতামত জানিয়ে শতরূপ ঘোষ বলেছিলেন, RG কর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য সম্প্রতি কুণাল ঘোষ কুৎসিত ভাষায় মৌসুমী ভট্টাচার্যকে আক্রমণ করেছিলেন। তারপর সেই ব্যক্তির লেখা গান রূপঙ্কর বাগচী গাইছেন, তা তিনি মানতে পারছেন না। শতরূপের সাফ কথা, গায়ক রূপঙ্কর নিজেই প্রতিবাদ মিছিলে হেঁটেছেন। সেই তিনিই আবার এমন একজনের গান গাইছেন, যিনি কিনা নারী বিদ্বেষী। তাই এই দুটো বিষয় তিনি মেলাতে পারেননি। পাশাপাশি রূপঙ্কর বাগচীকে তিনি প্রচণ্ড পছন্দ করেন, তাই তিনি তাঁর এই বিষয়টা মানতে পারেননি বলে জানান শতরূপ।
তবে শতরূপের এই মন্তব্যের প্রসঙ্গ ধরে রূপঙ্কর বাগচী আনন্দবাজারকে জানান, বছর তিনেক আগে তিনি কুণাল ঘোষের লেখা গান গেয়েছিলেন। এটা তাঁদের দ্বিতীয় গান। রূপঙ্করের কথায়, ‘কুণালদা বেশ ভালো লেখেন।’ সেই গান গেয়ে তিনি তৃপ্ত। তবে পাশাপশি শতরূপকেও ভালোবাসা জানিয়ে রূপঙ্কর বলেন, তিনি শতরূপের গিটার বাজানো আর বাগ্মিতার অনুরাগী। নাহ এক্ষেত্রে রূপঙ্কর বাগচী অবশ্য শতরূপকে পাল্টা আক্রমণ করেননি।
প্রসঙ্গত পুজো উপলক্ষ্যে কুণাল ঘোষের যে গানগুলি মুক্তি পেয়েছে, সেগুলি শুধু রূপঙ্কর বাগচীই নন, গেয়েছেন অভিজিৎ, শিউলি, তপোমিতা ঘোষ। প্রেমের দুই গানে সুরও দিয়েছেন কুণাল ঘোষ। তবে নারীশক্তি নিয়ে গানটিতে সুর দিয়েছেন গৌতম।
যদিও এই গান প্রকাশের কথা জানানোর পর ফেসবুকেও তীব্র ট্রোলের মুখে পড়েন কুণাল ঘোষ। একজন লেখেন, ‘আশা করি শোনার মতো হবে’। আরেকজন লেখেন, ‘মৌপিয়া তোমার জায়গা নিচ্ছে বলে তোমাকে পিসির জায়গা নিতে হবে? এ কেমন আবদার রে ভাই!’ কারোর মন্তব্য, ‘এইজন্যই কয়েকদিন আগে অরিজিৎ সিং কে আক্রমণ করছিলেন, এবার বুঝলাম।’ কারোর আক্রমণ, ‘দুটো গর্দভ এক ফ্রেমে! হাসব না কাঁদব’। কেউ আবার বলে বসেন, ‘চোর কুণাল থেকে গায়ক কুণাল’!