বাংলা নিউজ > বায়োস্কোপ > Shatarupa Sanyal: ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি ঋতাভরীর-মা শতরূপা

Shatarupa Sanyal: ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি ঋতাভরীর-মা শতরূপা

অরিন্দম শীলকে নিয়ে যা লিখলেন অভিনেত্রী-পরিচালক শতরূপা।

রাতেই অরিন্দম শীলের ‘এই সাজা পাওয়া’ নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা, শতরূপা সান্য়ালরা। কদিন আগেই টলিপাড়ায় মেয়েদের দুরবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন ঋতাভরী। আর এবার অরিন্দমের সাসপেনশনের খবর আসার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী-পরিচালক শতরূপা।

শনিবার ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয় পরিচালক পরিচালক অরিন্দম শীলকে। মেল মারফত অরিন্দম শীলকে এই সাসপেনশনের নোটিস পাঠানো হয়েছে। ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে।

রাতেই অরিন্দম শীলের ‘এই সাজা পাওয়া’ নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শতরূপা সান্য়ালরা। কদিন আগেই টলিপাড়ায় মেয়েদের দুরবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন ঋতাভরী। আর এবার অরিন্দমের সাসপেনশনের খবর আসার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী-পরিচালক শতরূপা।

তিনি লিখেছেন, ‘বাংলা সিনেমা ও থিয়েটারের নোংরা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সাবাস , মেয়েরা! এখানে থেমোনা! পুরুষ ও পুরুষতন্ত্রের প্রভুত্বের দিন শেষ হোক! মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, যত আছে নোংরা, সবই খ্যাংড়া মেরে ঘর থেকে দূর কর!!’ এখানেই শেষ নয়, তিনি শনিবারের তারিখেরও উল্লেখ করেছেন। যাতে অন্তত এই দিনটা সবার স্মৃতিতে থাকে।

শতরূপার এই পোস্টে এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘একটি মাত্র আগাছা উপড়ানো হল। আরও কত রয়েছে কে জানে। ঐ আগাছাটির আবার নবকলেবরে প্রকট হবার ক্ষমতা আছে।’ দ্বিতীয়জন লেখেন, ‘এই লোকটাও নাকি মোমবাতি হাতে অভয়ার বিচার চেয়েছিল’। তৃতীয়জনের মন্তব্য, ‘মি টু আন্দোলন তো আগেই শুরু হয়েছিল, সেখানে যেসব নামগুলো বেরিয়ে এসেছিল তার মধ্যেই বেশ কয়েকজন আজকের প্রতিবাদী আন্দোলনেও আছেন একথা অনেকেই জানেন। সেসবগুলো ধামাচাপা পড়ে গেল কেন? হেমা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হল জানতে পারি কি ?’

শতরূপার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। তিনিই প্রথম অরিন্দম শীলের নামে অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, ভূমিকন্যার চিত্রনাট্য শোনার আছিলায় ফাঁকা অফিস ডেকে পাঠিয়েছিলেন অরিন্দম। কথোপথনের ফাঁকেই নাকি পরিচালক মাথায়-পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করেন। যদিও অভিনেত্রী বিষয়টি এড়িয়ে গেলে পরিচালক সরে যান। রূপাঞ্জনা জানিয়েছে আমি পরিষ্কার বলি, ‘অরিন্দমদা, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট’। এর কিছু সময়ের মধ্যেই নাকি ঘটনাস্থলে আচমকাই পৌঁছে গিয়েছিলেন শুক্লা দাস (অরিন্দমের স্ত্রী)।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁকে জোর করে চুমু খান পরিচালক, এমনটাই জানিয়েছেন তিনি।

শনিবার রাতেই স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় গিয়ে লেখেন, ‘পাপের ঘোড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারবো না। ভগবান তুমি এইটুকু কথা রেখেছো। এটাই অনেক।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.