শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পুনম সিনহা, এবং সোনাক্ষীর স্বামী জাহির ইকবাল সম্প্রতি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- এ অংশগ্রহণ করেছিলেন। সেখানে তাঁরা তাঁদের পরিবার এবং ক্যারিয়ার সম্পর্কে নানা কথা খোলাখুলি ভাবে ভাগ করে নিয়েছেন। তাঁদের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- এ অংশগ্রহণের নানা ভিডিয়ো ক্লিপ স্যোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে।
তারমধ্যে ইন্টারনেটে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ক্লিপটি যেখানে, শত্রুঘ্ন সিনহা এবং পুনম জানিয়েছেন যে পুনমের মা প্রথমদিকে শত্রুঘ্নকে একদম পছন্দ করতেন না এবং তাঁর মেয়ের সঙ্গে শত্রুঘ্নর বিয়ে দিতেও অস্বীকার করেছিলেন।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে সেজে উঠুন বি-টাউনের নায়িকাদের মতো! দিশা থেকে অনন্যা দিচ্ছেন টিপস
ভিডিয়োতে দেখা গিয়েছে অর্চনা পুরন সিংকে জিজ্ঞাসা করছেন পুনম নাকি শত্রুঘ্ন কে প্রথমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। শত্রুঘ্ন তাঁর প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্চনাকে জানান যে, পুনম তাঁকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। সঙ্গে পুনম জানান যে শত্রুঘ্নর বড় ভাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তাঁদের বাড়িতে তাঁর মায়ের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তাঁর মা এই বিয়েতে শুরুতে রাজি হননি। তিনি এই বিয়ের ঘোর বিরোধিতা করেছিলেন। কারণ তিনি চাননি যে তাঁর মেয়ে বিনোদন জগতের কাউকে বিয়ে করুক।
আরও পড়ুন: ২২ বছর পর অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রথম ছবি পঞ্চ মুক্তি পেতে চলেছে! কবে? জানালেন প্রযোজক
শত্রুঘ্ন সিনহা এই প্রসঙ্গে বলেন, 'তিনি আমার ভাইকে বলেছিলেন, ‘আপনি কি আপনার ভাইকে দেখেছেন? তিনি একজন বিহারী, রাস্তার গুন্ডা এবং আমাদের মেয়ে ফর্সা, সুন্দরী এবং মুকুট পরা মিস ইন্ডিয়া।’ এমনকী পুনমের মা বলেছিলেন যে, পুনম এবং শত্রুঘ্ন যদি একটি রঙিন ছবি তোলার জন্য একসঙ্গে দাঁড়া করানো হয় তবে নাকি তাঁদের তোলা ছবিটি এটি একটি সাদা- কালো ছবির মতো দেখাবে।
আরও পড়ুন: 'অনুপমা'র সহকারী চিত্রগ্রাহকের মৃত্যুতে ক্ষতিপূরণের ঘোষণা! কত টাকা পাচ্ছে পরিবার?
গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই বছরের শুরুতে সোনাক্ষী এবং জাহিরের আন্তঃবর্ণের বিয়ে নিয়ে নাকি সিনহা পরিবারে দ্বন্দ্ব শুরু হয়েছে, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- তে গুজবও থামিয়ে দিয়েছে সিনহা পরিবার।
প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল চলতি বছরের ২৩ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। গাঁটছড়া বাঁধার আগে এই দম্পতি সাত বছর ধরে ডেটিং করেছিলেন। জাহির ইকবাল মুসলিম এবং সোনাক্ষী হিন্দু, তার উপর জাহিরের থেকে বয়সে বড় সোনাক্ষী, সবটা নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বি-টাউনের এই নব-দম্পতিকে।