সিনহা পরিবারের জন্য জুন মাসটি বেশ ঘটনাবহুল একটি মাস ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে নিজের দল তৃণমূলের হয়ে জয়ী হয়েছিলেন অভিনেতা। এরপর ২৩ জুন দীর্ঘদিনের বন্ধু জাহির ইকবালের সঙ্গে বিয়ে করেন সোনাক্ষী। ভিন ধর্মের এই বিয়ে নিয়ে নানা কথা হয়। এরপর আবার খবর আসে হাসপাতালে ভর্তি করা হয়েছে শত্রুঘ্নকে।
তবে এবার তাঁকে নিয়ে ওঠা সব জল্পনায় জল ঢাললেন শত্রুঘ্ন সিনহা নিজেই। যেখানে তাঁকে দেখা গেল ভারত বনাম সাউথ আফ্রিকা টি ২০ ম্যাচ দেখতে। যদিও কোথায় বসে তাঁরা খেলা দেখছিলেন তা স্পষ্ট নয়, তবে সঙ্গে ছিলেন স্ত্রী পুনম ও কিছু বন্ধুবান্ধব।
আর সেইসব ছবির ক্যাপশনে সোনাক্ষীর বাবা লেখেন, ‘সমস্ত বিতর্ক থেকে দূরে, ভালো সময় কাটছে যা কিছু ইউটিউবার/ সোশ্যাল মিডিয়া ও আমাদের ভালো বন্ধুরা তৈরি করেছিল। সবচেয়ে বড় কথা ম্যাচ দেখছি কিছু ভালো বন্ধু, ভাই ও পরিবারের সঙ্গে। উপভোগ করছি সেই চর্চিত ভারত বনাম সাউথ আফ্রিকা আন্তর্জাতিক ম্যাচটি। যেখানে শুধু আমাদের অনুষ্কা শর্মার হিরো নয়, গোটা দেশের হিরো বিরাট কোহলি দুর্দান্ত পারফর্ম করেছে।’
‘এটি ছিল #JaspritBumrah #HardikPandya #SuryaKumarYadav-এর দুর্দান্ত পারফরম্যান্স দেখা। এবং অবশ্যই আমাদের সবার প্রিয় #RohitSharma। এই দুর্দান্ত জয়ের জন্য নীল জার্সিতে থাকা আমাদের ছেলেদের ধন্যবাদ ও শুভেচ্ছা। দৃঢ়চেতা #ViratKohli এবং #RohitSharma একদম সঠিক সময়ে T20 থেকে অবসর নেওয়ার একটি সাহসী এবং সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করা নিসন্দেহে দারুণ! এটি রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ এবং বিনোদনমূলক ম্যাচ ছিল এবং আমাদের অবশ্যই দক্ষিণ আফ্রিকা দলকে তাদের তাঁদের পারফরম্যান্সের জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে। ঈশ্বর আশীর্বাদ করুন! জয় হিন্দ!’
এদিকে সোমবার এক্স হ্যান্ডেলে শত্রুঘ্নর শরীরের আপডেট দিয়ে ছেলে লব সিনহা লেখে, ‘আমার বাবার স্বাস্থ্যের বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই যে, কোনও অস্ত্রোপচার ছিল না এবং যাচাই না করা খবরে বিশ্বাস করা উচিত নয়। আমরা আমার বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তার বার্ষিক চেকআপের জন্য, কারণ তার প্রচণ্ড জ্বর ছিল। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
এদিকে বিয়ের পর সোনাক্ষী আর জাহির আলাদাই থাকছেন, খুব সম্ভবত অভিনেত্রীর নিজস্ব অ্যাপার্টমেন্টে। এখনও তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়ার খবর মেলেনি।