বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ইশক কে বাদশাহ' ধর্মেন্দ্রকে কটাক্ষ শত্রুঘ্নর; পাল্টা দিলেন 'বীরু'!

'ইশক কে বাদশাহ' ধর্মেন্দ্রকে কটাক্ষ শত্রুঘ্নর; পাল্টা দিলেন 'বীরু'!

পরস্পরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

সম্প্রতি ' দ্য কপিল শর্মা শো'-এ হাজির হয়েছিলেন ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন।দু'জনেই নানান গল্প, আড্ডায় মেতে ওঠার পাশাপাশি একে ওপরের সঙ্গে খুনসুটি করতেও কোনও ভুল হয়নি।

সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'-এ হাজির হয়েছিলেন ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন। দু'জনেই নানান গল্প, আড্ডায় মেতে ওঠার পাশাপাশি একে ওপরের সঙ্গে খুনসুটি করতেও কোনও ভুল হয়নি। বিশেষ করে শত্রুঘ্ন তো প্রকাশ্যেই যুবক বয়সের ধর্মেন্দ্রর নানান 'কীর্তি'-র কথা তুলে রীতিমতো অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছিলেন 'গরম ধরম'-কে।

বড়পর্দায় বাইরেও যৌবনে ধর্মেন্দ্রর মেজাজ এবং কীর্তিকলাপ যে বেশ রঙিন মেজাজের ছিল তা ইন্ডাস্ট্রির সর্বজনবিদিত। একাধিক নায়িকার নামের সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী শোয়ের ফাঁকে খুনসুটি চলার মাঝেই শত্রুঘ্ন হঠাৎ করেই রসিকতার মেজাজে ' ধর্ম পাঁজি'-র উদ্দেশে চিৎকার করে বলে ওঠেন, 'জীবনে উনি যত কাজ করেছেন তাঁর থেকে বেশি নাম করেছেন। আকাশছোঁয়া জনপ্রিয়তাও পেয়েছেন। তার ওপর ওরকম খুনখারাপি সুন্দর দেখতে ছিলেন। তবে সবকিছু ছাপিয়ে গেছে ওঁর প্রেমের কিসসা! উফফ কত প্রেমই না করেছেন!' হাসতে হাসতে 'বিশ্বনাথ' ছবির নায়ক নিজের দিকে ইঙ্গিত করে বলেন এক্ষেত্রে তাঁকে কেউ কিছু বলতে পারবেন না কারণ তিনি নিজে সারাজীবন শুধু একজনের সঙ্গেই প্রেম করে গেছেন। এবং সেই মানুষটি হলেন তাঁর স্ত্রী।

স্বভাবতই শত্রুঘ্নর এই মন্তব্যের পর ভারি অপ্রস্তুত হয়ে পড়েন ধর্মেন্দ্র। কোনওরকমে লজ্জা কাটিয়ে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্নকে বলে ওঠেন, 'খুব বেড়েছিস তুই। ভারি বদমাশ হয়ে গেছিস আজকাল'। এরপর শত্রুঘ্নকে 'বীরবল 'বলেও ডেকে ওঠেন তিনি। কেন বীরবল কেন? না ধর্মেন্দ্রর যুক্তি তাঁর কাছে এসে নাকি সবকিছু বলে ফেলেন শত্রুঘ্ন। তাই এই নাম। প্রসঙ্গত, মাত্র ১৯ বছর বয়সে ১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে বিয়ে হয়েছিল ধর্মেন্দ্রর। সানি, ববি, বিজেতা এবং অজিতা নামের চার সন্তানকে পরিবারে স্বাগতম জানিয়েছিলেন তাঁরা। এরপর ১৯৭০ সালে 'তুম হাসিন, ম্যায় জওয়ান' এর সেটে ধর্মেন্দ্রএ সঙ্গে আলাপ হয় হেমা মালিনীর। সেই শুটিং থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প। এরপর বহু বিতর্ক পেরিয়ে ১৯৮০ সালে সাতপাকে বাঁধা পড়েন ধর্মেন্দ্র এবং হেমা।

 

বায়োস্কোপ খবর

Latest News

পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.