২৩ জুন মুম্বাইয়ে নিজ বাসভবনে প্রিয়জনের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এদিন সকালে কাছের বন্ধু ও পরিবারকে নিয়ে সই করেন রেজিস্ট্রির কাগজে এবং পরে সেদিনই রাতে বাস্টিয়ান রেস্তোঁরায় তারকাখচিত রিসেপশন পার্টি দিয়েছিলেন তাঁরা। ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নবদম্পতি তাদের বিয়ে নিয়ে মুখ খুলেছেন। জাহির আরও বলেন যে, কীভাবে সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব রেখেছিলেন পাপা শত্রুঘ্নর কাছে।
আরও পড়ুন: ৮১টি পান্না বসানো ঘড়ি পরে আম্বানির বিয়েতে গিয়েছিলেন রণবীর, জানেন এটির দাম কত?
'আমার দেখা সবচেয়ে মিষ্টি মানুষ তিনি',
জহির ইকবাল বলেন, ‘আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, এবং আমি নার্ভাস ছিলাম কারণ সেই মুহুর্ত পর্যন্ত, আমি কখনই তাঁর (শত্রুঘ্ন সিনহা) সঙ্গে সামনাসামনি কথা বলিনি। যে মুহূর্তে আমরা কথা বলতে শুরু করলাম, আমরা লক্ষ লক্ষ বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম এবং আমরা বন্ধুর মতো হয়ে গেলাম। অবশ্য আমি ওঁকে (শত্রুঘ্ন) এটাও বলেছিলাম যে, আমি ওকে (সোনাক্ষী সিনহা) বিয়ে করতে চাই। আমি জানি যে কোনও বাবার কাছেই একটু ব্যাপারটা অস্বস্তির। তবে তিনি এত ভালো, এত কুল এবং আমার দেখা সবচেয়ে মিষ্টি মানুষ।’
আরও পড়ুন: হ্যান্ডসাম বাবার মিষ্টি মেয়ে! নেই ডোনা, সানার সঙ্গে কোথায় একান্তে গেলেন সৌরভ
সোনাক্ষী সিনহা আরও বলেন, ‘যখন আমি আমার বাবাকে আমাদের কথা বললাম, আমিও খুব নার্ভাস ছিলাম। আমি জানতাম না, সে কীভাবে প্রতিক্রিয়া জানাবে। আমি খুব ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি কি আমার বিয়ে নিয়ে চিন্তিত নও, কারণ তুমি আমাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করনি?’ তাতে বাবা বলেন, ‘আমি তোমার মাকে বলেছিলাম, মেয়েকে জিজ্ঞাসা কোরো। তখন আমি তাকে বললাম আমার জীবনে জহির বলে একটা ছেলে আছে, সে বলল, ‘হ্যাঁ আমিও এমনটা পড়েছি’। তারপর বললেন, ‘যব মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজি’। আমি তখন বুঝতে পারলাম আমার বাবা এসব ব্যাপার নিয়ে কতটা ক্য়াজুয়াল।’
আরও পড়ুন: ‘যখন বিয়ে করতে ইচ্ছে হবে, তখনই…’! রাহুল মোদীকে কবে বিয়ে, স্পষ্ট জবাব শ্রদ্ধার
সোনাক্ষীর বিয়েতে তাঁর দুই ভাইয়ের প্রতিক্রিয়া
২৩ জুন সোনাক্ষী সিনহার ভাই লব সিনহা ও কুশ সিনহা তাঁদের বোনের বিয়েতে উপস্থিত না থাকার খবর খারিজ করে দিয়েছিলেন। কুশকে বলতে শোনা যায় যে, এটি তাদের পরিবারের জন্য একটি 'সংবেদনশীল' সময় ছিল। সঙ্গে যোগ করেন, তাঁকে দেখা যায়নি, তার মানে এই নয় যে তিনি সোনাক্ষীর বিয়েতে যাননি।
এদিকে সোনাক্ষীর আরেক ভাই লব সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, কেন তিনি বিয়েতে যাননি। এই মাসের শুরুতে, টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি নিবন্ধ শেয়ার করে, যেখানে তিনি বলেছিলেন যে, পরিবার সর্বদা তার কাছে প্রথমে আসে।