অবশেষে গতকাল জাঁকজমক করে বিয়ে সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। নববধূ সেজেছিলেন পোশাক শিল্পী আবু জানি এবং সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গায়। গলায় ছিল কয়েক কোটি টাকার হার, সঙ্গে ছিল চোকার। হাতে ছিল সাদা লাল চূড়া। এক কথায়, রানীর মতো দেখতে লাগছিল রাধিকাকে।
তবে রাধিকার পাশাপাশি অনন্তকেও কিন্তু দেখতে লাগছিল বেশ সুন্দর। কমলা শেরওয়ানির সাথে মানানসই বুকের বাঁদিকে হাতির ব্রোচ পরেছিলেন তিনি। মাথায় ছিল লাল পাগড়ি, কপালে মঙ্গল তিলক। সঙ্গীত হোক বা হলুদ অনুষ্ঠান, রাধিকার প্রত্যেকটি বেশভূষা নজর কেড়েছিল সকলের। তবে সব থেকে বেশি নজর কাড়ল রাধিকার গ্র্যান্ড এন্ট্রির ভিডিয়ো।
(আরও পড়ুন: বিরল ‘রংকাট’ শাড়িতে নীতাকে সাজিয়ে তুললেন মণীশ মালহোত্রা, কী বৈশিষ্ট্য এই শাড়ির)
সম্প্রতি রাধিকার গ্র্যান্ড এন্ট্রির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাধিকা একটি ময়ূরপঙ্খী জাহাজে বসে বিয়ের মন্ডপে আসছেন। তলায় রয়েছে পা ভেজানো জল, কিছুটা কৃত্রিম নদীর রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ধীরে ধীরে ময়ূরপঙ্খীতে চেপে হাসিমুখে এগিয়ে আছেন রাধিকা। এ যেন ছোটবেলায় গল্পের বইতে দেখা রাজকন্যা।
রাধিকার গ্র্যান্ড এন্ট্রির সময় নেপথ্যে বেজে ওঠে, 'সাজন সাজন তেরি দুলহন' গানটি। অক্ষয় কুমার, সাইফ আলি খান, মাধুরী দীক্ষিত অভিনীত ‘আরজু’ সিনেমার এই গানটি যেন আরও একবার নস্টালজিক করে তুললো সকলকে। সব থেকে বড় কথা, এই গানে যিনি পারফর্ম করেছিলেন সেই মাধুরী দীক্ষিত স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন।
(আরও পড়ুন: চাকরি ছাড়তে মানা করায় ৪ দিন অন্ধকারে আটক কর্মচারীকে, অভিযোগ চিনা সংস্থার দিকে)
প্রসঙ্গত, রাধিকা এবং অনন্তের বিয়ে নিঃসন্দেহে যে কোনও রাজকীয় অনুষ্ঠানকে হার মানিয়ে দেবে। একদিকে যেমন বিশ্বের অন্যতম ধনুকূপের মুকেশ আম্বানি, তেমন অন্যদিকে ব্যবসায়ী টাইকুন বিনোদ মার্চেন্ট। স্বাভাবিকভাবেই এই বিয়েতে যে কয়েকশো কোটি টাকা খরচ করা হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন সকলে।