বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat-Koel: ‘যেটা ঠিক বলে মনে করেছে, সেটা ও করেছে’, নুসরতের মা হওয়া প্রসঙ্গে কোয়েল

Nusrat-Koel: ‘যেটা ঠিক বলে মনে করেছে, সেটা ও করেছে’, নুসরতের মা হওয়া প্রসঙ্গে কোয়েল

কোয়েল ও নুসরত 

নুসরতের পাশে দাঁড়ালেন কবীরের মা, কোয়েল। 

বিতর্ক আর নুসরত জাহান, এই শব্দ এখন কার্যত সমার্থক। নিখিল জৈনের সঙ্গে ভাঙা বিয়ে, যশ দাশগুপ্তর সঙ্গে লিভ ইন, তারমধ্যেই নায়িকার অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং ঈশানের জন্ম দেওয়া- গত কয়েক মাসে সংবাদ শিরোনামে থেকেছেন এই তারকা সাংসদ। বিতর্ক, সমস্যা পিছু ছাড়েনি তাঁর। কিন্তু প্রত্যেক বিতর্ক আর সমস্যার হাসিমুখে মোকাবিলা করেছেন নুসরত জাহান রুহি।

নিখিলের সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে ইতিটানার পর নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় ছি ছি রব উঠেছিল সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশ জুড়ে। 'সিঙ্গল মা' নুসরতের পাশেও দাঁড়িয়েছিলেন অনেকে। কিন্তু ঈশানের জন্মের পর সরকারি নথিতে ছেলের বাবা হিসাবে যশ দাশগুপ্তর নাম উল্লেখ করেছেন নুসরত। এরপর ফের নতুন করে সমালোচনার ঝড় উঠে নুসরতকে ঘিরে। এবার নুসরতের মা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন তাঁর সহকর্মী কোয়েল মল্লিক। যিনি নিজেও দেড় বছরের সন্তানের মা। নুসরতের মা হওয়া বিতর্ক নিয়ে কোয়েলের মা হিসাবে সাফ কথা, এই নিয়ে বাইরে থেকে মন্তব্য করা অনুচিত। 

কোয়েল আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাত্কারে জানান, ‘ও নিজের জীবনে যেটা ঠিক বলে মনে করেছে, সেটাই করেছে। তার ফলাফলের মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটাও এ ক্ষেত্রে একেবারেই অনুচিত।' কবীরের মাম্মা ঈশানের মাম্মাকে নিয়ে আরও বলেন,  ‘নুসরতকে পরামর্শ দেওয়ার অধিকার তাঁদেরই রয়েছে, যাঁরা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যাঁরা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনও দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ’। 

কোয়েল মল্লিকের কথায়, কারুর মূল্যবোধ বা আদর্শের সঙ্গে সহমত না হওয়ার অর্থ এটা একেবারেই নয় যে তাঁকে বিচার করতে যাবেন আপনি, সেই অধিকার কারুর নেই। অভিনেত্রী বলেন, 'নুসরত যখন মা হয়েছিল, ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিল, একজন মা যখন সন্তানের জন্ম দেন, তাঁকে ঘিরে একটা পজ়িটিভিটি থাকা দরকার।'

বায়োস্কোপ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.