বাংলা নিউজ > বায়োস্কোপ > Richa Chadda: ‘ভারতে আপনার চেয়ে বেশি প্রাসঙ্গিক রিচা’, টুইট তরজার মাঝে অক্ষয়কে আক্রমণ প্রকাশের

Richa Chadda: ‘ভারতে আপনার চেয়ে বেশি প্রাসঙ্গিক রিচা’, টুইট তরজার মাঝে অক্ষয়কে আক্রমণ প্রকাশের

রিচার পাশে দাঁড়ালেন প্রকাশ রাজ

Prakash Raj supports Richa Chadda: উলট পুরাণ! রিচা চড্ডার সমর্থনে মুখ খুললেন প্রকাশ রাজ। অভিনেতা অক্ষয় কুমারকে একহাত নিয়ে অভিনেতা বলেন, ‘স্য়ার,আমাদের দেশে আপনার চেয়ে বেশি প্রাসঙ্গিক রিচা চড্ডা’।

‘গালওয়ান টুইট’ বিতর্কে বলিউডে কার্যত কোণঠাসা রিচা চড্ডা (Richa Chadda)। অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছএন অক্ষয় কুমার, অনুপম খের, কেকে মেননরা। নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একটি টুইটের প্রেক্ষিতে রিচা লিখেছিলেন- ‘গালওয়ান হাই বলছে।’ এই তিন শব্দ নিয়েই শুরু যাবতীয় বিতর্ক। ওই টুইটে ভারতীয় সেনাকে অপমান করেছেন ‘ফুকরে’ অভিনেত্রী। অভিযোগ উঠে নেটপাড়ায়। এই বিতর্কে রিচার পাশে দাঁড়িয়ে অভিনেতা অক্ষয় কুমারকে একহাত নিলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।

অক্ষয়কে একহাত নিলেন প্রকাশ রাজ

রিচাকে একহাত নিয়ে অক্ষয় যে টুইট লেখেন, সেটি শেয়ার করে প্রকাশ প্রতিক্রিয়া দিয়েছেন। সলমনের ‘ওয়ান্টেড’ কো-স্টার লেখেন, ‘আপনার থেকে এটা আশা করিনি অক্ষয় কুমার… এরপরে বলব রিচা চড্ডা আমাদের দেশের জন্য বেশি প্রাসঙ্গিক স্যার…’। বোঝাই গেল অক্ষয়কে নাগরিকত্ব ইস্যুতে বিঁধলেন বলিপাড়ার এই ভিলেন। পাশাপাশি তিনি অপর একটি টুইটে লেখেন, ‘রিচা আমরা বুঝতে পেরেছি তুমি ঠিক কী বলতে চেয়েছো। তোমার পাশে আছি’।

 

এর আগে বৃহস্পতিবার টুইটারে অক্ষয় রিচার টুইটের জবাবে লেখেন- ‘এটা দেখে ব্যাথা পেলাম। কোনওকিছুই আমাদের যেন দেশের সেনাবাহিনীর প্রতি অকৃতজ্ঞ না করে তোলে। ওঁরা আছে বলেই আমরা আছি'।

কেন বিতর্কে রিচা?

নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই টুইটকে নিজের টুইটারের দেওয়ালে শেয়ার করে ভারতীয় আর্মিকে নিয়ে রসিকতা করেছিলেন রিচা। উপরমহল থেকে অর্ডার মিললেই পাক-অধিকৃত কাশ্মীর(PoK) ছিনিয়ে নেবে ভারতীয় সেনা- এমনটা বার্তা দিয়েছিলেন নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট। বুধবার সেই টুইট শেয়ার করে মজার ছলে রিচা লেখেন- ‘গালওয়ান ‘হাই’ বলছে।’ এই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

ক্ষমা চেয়েও মিলছে না রেহাই

পরিস্থিতি বেগতিক দেখে টুইটারে তড়িঘড়ি বিবৃতি দিয়ে ক্ষমা চান রিচা চড্ডা, মুছে ফেলেন ওই টুইট। বৃহস্পতিবার নায়িকা সাফাই গেয়ে বলেন, ‘কাউকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না, যে তিন শব্দ নিয়ে এত বিতর্ক হচ্ছে তা যদি কারও মনে আঘাত করে থাকে, আমি ক্ষমা চাইছি।' পাশাপাশি তিনি আরও বলেন তিনি নিজে সেনা পরিবারের মেয়ে, তাই কোনওদিন ভারতীয় সেনাকে অপমানের কথা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। যদিও রিচার এই ক্ষমা বার্তায় মন গলেনি অনেকেরই। ভারতীয় সেনার অপমান ক্ষমার অযোগ্য।

বন্ধ করুন