নাম শিবা আকাশদীপ, ৯০-এর দশকের অতি পরিচিত মুখ, সলমন-অক্ষয়দের নায়িকা ছিলেন তিনি। যদিও বর্তমানে অভিনয় থেকে তিনি বহু দূরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নানান পুরনো কথা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শিবা। আর সেই সাক্ষাৎকারেই আদিত্য পাঞ্চোলিকে নিয়ে সরব হন তিনি।
১৯৯৫ সালের ছবি ‘সুরক্ষা’র সেটে আদিত্য পাঞ্চোলির সঙ্গে ভয়ানক ঝগড়ার বিষয়টি সামনে এনেছেন ৯০-এর দশকের এই নায়িকা। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শিবা বলেন গভীর রাতে রাস্তার মাঝখানে কীভাবে আদিত্য তাঁকে দেখে চিৎকার করে উঠেছিলেন।
ঠিক কী বলেছেন শিবা আকাশদীপ? কী হয়েছিল সেদিন?
শিবা বলেন, 'সেটা ছিল মাঝরাত, তখন আমি ক্লান্ত ছিলাম। আমি দুটি শিফট করার পরে সেটে এসেছি। কম্বল জড়িয়ে গাড়িতে ঘুমিয়ে ছিলাম। শটের জন্য গাড়ি থেকে নামি, সেসময় কোনও ভ্যান ছিল না। পরিচালক শটটি বোঝাতে যাচ্ছিলেন। অউর মুড় কে উসনে কুছ বোলা কি (তিনি ঘুরে দাঁড়িয়ে কিছু বললেন), এভাবে করো বা অন্য কিছু। ম্যায় ইতনি নিন্দে মে। ম্যায়নে বোলা (আমার এত ঘুম পাচ্ছিল, যে আমি বললাম, তুমি নিজের কাজ করো না। ও ইতনা ট্রিগার হো গয়া, উস টাইম হু বোহুত ট্রিগার হো জাতা থা। বহুত গালি গালোচ, চিল্লাম-চিল্লি হোগাই উস টাইম, বিচ সড়ক পে আধি রাত কো (ওই সময় আমার ওই কথাটাই ট্রিগার হয়ে গিয়েছিল। গভীর রাতে রাস্তার মাঝখানে গালিগালাজ , চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।
সেট ছেড়ে চলে যান
শিবার কথায়, ‘আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কাঁদছিলাম এবং প্রযোজকের দিকে তাকালাম, উনিও আমার দিকে তাকালেন না। সেটের মাঝপথে নায়ক-নায়িকা যদি ঝগড়া করে, তখন কী করবেন বুঝে উঠতে পারছিলেন না উনিও। আমি গাড়িতে বসে দরজা বন্ধ করে সেট থেকে বেরিয়ে গেলাম। সেই প্রথম আমি এভাবে সেট ছেড়ে চলে এসেছিলাম। আমি বললাম, আমি এখন কাজ করব না, পারব না। উনি আমাকে গালি দিয়েছে আর আপনি তখন কিছুই বলেননি। আমি আর সেটে আসব না।’ শিবা আরও বলেন, শেষপর্যন্ত ছবিটি মুক্তি পেয়েছিল তবে তিনি আর ছবিটি শেষ করতে ফিরে যাননি।
সুরক্ষা
রাজু মাভানি পরিচালিত ও প্রযোজিত ১৯৯৫ সালের একটি অ্যাকশন কমেডি হল 'সুরক্ষা'। এই ছবিতে আরও অভিনয় করেন সুনীল শেট্টি, সইফ আলি খান, দিব্যা দত্ত, মনিকা বেদী, কাদের খান এবং টিনু আনন্দ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯১ সালে সুনীল দত্ত পরিচালিত 'ইয়ে আগ কাব বুঝেগি' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শিবার। এতে অভিনয় করেন সুনীল ও রেখা। তিনি নাচনেওয়ালে গানেওয়ালে (১৯৯১), সূর্যবংশী (১৯৯২), হাম হ্যায় কামাল কে (১৯৯৩), প্যায়ার কা রোগ (১৯৯৪), কালিয়া (১৯৯৭), মিস ৪২০ (১৯৯৮), কালা সাম্রাজ্য (১৯৯৯), ঘাথ (২০০০), এক অর জং (২০০১), মেরি পার্টিগ্য (২০০২) এবং দম (২০০৩) ছবিতেও কাজ করেছিলেন। শিবাকে শেষবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (২০২৩) ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তিনি মোনা সেনের চরিত্রে অভিনয় করেন।