বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘মায়ের চরিত্র না’, ডার্লিংসে আলিয়ার মা হওয়ার পরেই পরিচালকদের বার্তা শেফালির

‘মায়ের চরিত্র না’, ডার্লিংসে আলিয়ার মা হওয়ার পরেই পরিচালকদের বার্তা শেফালির

আলিয়ার মায়ের চরিত্রে শেফালি। 

‘ডার্লিংস’ সিনেমায় শেফালি অভিনয় করেছেন আলিয়ার মায়ের চরিত্রে। এরপর কেমন ধরনের ছবিতে কাজ করার ইচ্ছে তাঁর রয়েছে, সেই নিয়েই কথা বললেন নিজের সাক্ষাৎকারে। 

বলিউডে টাইপকাস্ট হয়ে যাওয়ার মতো ঘটনা নতুন কিছু নয়। এর আগে বহু অভিনেত্রী এই নিয়ে কথা বলেছেন। একই ধরনের চরিত্র থেকে নিজেকে বের করার জন্য এই কারণে বহু অভিনেতা কেরিয়ারে এক-দেড় বছরের লম্বা গ্যাপও নিয়ে নেন। সম্প্রতি এই প্রসঙ্গেই মুখ খুললেন আলিয়ার অনস্ক্রিন মা শেফালি শাহ। 

‘ডার্লিংস’ সিনেমায় শেফালি অভিনয় করেছেন আলিয়ার মায়ের চরিত্রে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন পরিচালকরা যেন মায়ের চরিত্র নিয়ে এরপর তাঁর কাছে না আসে। কারণ তিনি করবেন না!

Filmfare-কে দেওয়া সাক্ষাৎকারে শেফালিকে বলতে শোনা গেল, ‘আমি তখনই ৭০ বছরের চরিত্রে অভিনয় করব যখন আমার বয়স ৭০ হবে। ততক্ষণ আপনারা আমাকে এমন চরিত্র দিন যা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে হবে, যা দেখে আমার মাথা ঘুরে উঠবে। যা দেখে আমার মনে হবে এই চরিত্রটার জন্য আমি মরেও যেতে পারি। সুতরাং এর মানে এই নয় যে আমি করব না। কিন্তু তা বলে এমন কিছু নিয়ে আসবেন না যেখানে আপনি নিজের ভাবনা কাজে লাগিয়ে মায়ের ভূমিকায় কাওকে ভাবতে পারছ না। তাই আমার কাছে এসেছ। আমি নিজে একজন মা, তা নিয়ে আমার গর্বও হয়। তবে তা বলে ৩০ বা ৪০ বছর বয়সী কারও মা হতে রাজি নই।’ আরও পড়ুন: বোঝ কাণ্ড! খড়কুটোয় গুনগুন মরে যাওয়ায় কাঁদছে দর্শক, এদিকে সেটে মটন খাচ্ছে তৃণা

শেফালি আরও বলেন, ‘দ্বিতীয়ত আমাকে এমন চরিত্র দিতে হবে যেটায় আমি লিড বা ফার্স্ট লিড। আমি যা বলতে চাইছি তা হল একটা গুরুত্বপূর্ণ চরিত্র। লিড আর ফার্স্ট লিড বললাম কারণ আমাদের ইন্ডাস্ট্রি সেটা ছাড়া কিছু বুঝতে পারে না। আমাকে এসে এটা বলবেন না, ‘আপনার কাজ আমাদের দারুণ লাগে’, আর তারপর দেবেন একটা অপমানজনক কাজ। দয়া করে এটা করবেন না। আমি সমস্ত ধরনের পরিচালকদের সঙ্গে কাজ করতে চাই। সমস্ত ধরনের গল্পের অংশ হতে চাই।’ আরও পড়ুন: করোনার পরে কেন বলিউড ছবির এত খারাপ হাল? আলিয়া ভাটের উত্তর সবার থেকে আলাদা

এদিকে বুধবারই শেফালি সোশ্যাল মিডিয়ায় জানান করোনা পজিটিভ আসার কথা। সঙ্গে জানান রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। সঙ্গে যারা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদেরও পরীক্ষা করানোর ও নিজেদের খেয়াল রাখার অবেদন করেন। 

 

বন্ধ করুন