বাংলা নিউজ > বায়োস্কোপ > Shehnaaz Gill-Salman Khan: 'সলমন খান আমার ভাইয়ের মতো, উনি আমার জান', ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ শেহনাজ গিল

Shehnaaz Gill-Salman Khan: 'সলমন খান আমার ভাইয়ের মতো, উনি আমার জান', ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ শেহনাজ গিল

সলমন খান-শেহনাজ গিল

টিজার ভিডিয়োতে ‘কিসি কা ভাই কিসি কি জান' ছবির সহ-অভিনেতারা সসমনের প্রশংসা করছেন। যেখানে শেহনাজ গিল, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি বলেন. ‘ভাইজান যায়ে মেরা ভাই হ্যায়, ভাইসে ভাইজান হ্যায়, ভাই মেরি জান হ্যায়।’ অর্থাৎ সলমন আমার ভাই হন, ভাই থেকে ভাইজান, আমার কাছে উনি আমার ভাইয়ের মতো।

১০ এপ্রিল আসছে ট্রেলার, একথা জানিয়ে সম্প্রতি একটি টিজার ভিডিয়ো প্রকাশ করেছেন ‘কিসি কি ভাই, কিসি কি জান’ -এর নির্মাতারা। সঙ্গে মুক্তি পেয়েছে একটি পোস্টার, যেখানে সলমন খান ও পূজা হেগড়ে একে অপরকে জড়িয়ে ধরছেন। পর্দায় সলমন খানের প্রত্যাবর্তন নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ছবির কলাকুশলীরা। সেই অর্থে সল্লুকে শেষবার পূর্ণাঙ্গ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ২০২১-এ 'অ্যান্টিম: দ্যা ফাইাল ট্রুথ' ছবিতে। সম্প্রতি অবশ্য 'পাঠান'-এ ক্যামিও চরি্রে দেখা গিয়েছে সলমনকে। তাই কিসি কি ভাই, কিসি কি জান’ ছবিটিকে সলমনের কামব্যাক ফিল্ম হিসাবেই দেখা হচ্ছে।

টিজার ভিডিয়োতে ‘কিসি কা ভাই কিসি কি জান' ছবির সহ-অভিনেতারা সসমনের প্রশংসা করছেন। যেখানে শেহনাজ গিল, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি বলেন. ‘ভাইজান যায়ে মেরা ভাই হ্যায়, ভাইসে ভাইজান হ্যায়, ভাই মেরি জান হ্যায়।’ অর্থাৎ সলমন আমার ভাই হন, ভাই থেকে ভাইজান, আমার কাছে উনি আমার ভাইয়ের মতো।

আরও পড়ুন-‘সাকসেস পার্টিতে রানিই আমায় ডেকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন’, জানালেন অনির্বাণ

ছবিতে সলমনের প্রেমে হাবুডুবু খেতে দেখা যাবে পূজা হেগড়েকে। পূজা বলেন, ‘মানুষ যখন বাস্তব হয়, তখন তিনি সবসময়ই প্রিয় হয়, এটাই আসল পৃথিবী। উনি নিজের মনের কথা বলেন, তাই আমি ওঁকে পছন্দ করি। পলক তিওয়ারি বলেন, ‘ শ্যুটিং সেটে সত্যিই সলমন খান একজন পরিশ্রমী মানুষ এবং আমি জানি না সাধারণ মানুষ ওঁকে নিয়ে কী ভাবেন, উনি কিন্তু সেটে আমাদের সবার আগে পৌঁছে যেতেন। উনি ভ্যানিটি ভ্য়ানেই ঘুমতের এবং সবার থেকে বেশি কঠোর পরিশ্রম করতেন। আর সেকারণেই হয়ত উনি আজ এই জায়গায়।’ এছাড়াও অন্যান্য় কলাকুশলীরাও সলমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ভিডিওটিতে সলমানকে কিছু স্কুলের ছাত্রীদের বিনোদন দিতে এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর সেটে তাদের একটি অটোগ্রাফ দিতে দেখা যায়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন