বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘লোকে ভাবত সমবেদনা নিচ্ছি’, আয়ুষ্মানের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেহনাজ

‘লোকে ভাবত সমবেদনা নিচ্ছি’, আয়ুষ্মানের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেহনাজ

আয়ুষ্মানের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেহনাজ।

সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর অনেকেই যে তাঁকে নিয়ে ট্রোল করা শুরু করে তা আগেও বলেছেন শেহনাজ। ফের একবার সেই কথা বলতে গিয়ে চোখের জল আটকাতে পারলেন না তিনি। 

সম্প্রতি নিজের টক শো-তে আয়ুষ্মান খুরানাকে অতিথি হিসেবে পেয়েছিলেন শেহনাজ গিল। আর সেখানেই কথাপ্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায় একসময় মানুষ ভাবতেন তিনি সমবেদনা পাওয়ার চেষ্টা করছেন। যদিও কোন সময় তা নির্দিষ্ট করে বলেননি শেহনাজ। তবে দিনকয়েক আগেও এক সাক্ষাৎকারে শেহনাজকে বলতে শোনা গিয়েছিল কীভাবে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর সবাই তাঁকে নিয়ে ট্রোল করা শুরু করে।

আয়ুষ্মাের সঙ্গে মূলত শেহনাজের কথা চলছিল জনসম্মুখে ‘আবেগ ধরে রাখা’ নিয়ে। ‘ভিকি ডোনার’ অভিনেতা বলছিলেন, ‘তুমি মানুষের থেকে খুব ভালোবাসা পাচ্ছ। যেটা অসাধারণ। এই ধরনের সারল্য ধরে রাখাও কোনও সহজ কথা না। কিন্তু তুমি তা করে দেখিয়েছ। আমি সবসময় চেষ্টা করি যতটা আসল থাকা যায়। কিন্তু আমি পারি না আমার মনে যা আছে তা সকলের সামনে খোলাখুলি বলে দিতে তোমার মতো। আসলে তুমি যখন একটা জায়গায় পৌঁছে যাও, তখন জনসমক্ষে আবেগের বহিপ্রকাশ একটু মুশকিল হয়ে পড়ে।’

যার উত্তরে শেহনাজ বলেন, ‘আমার মনে হয় আমরা এটা ভেবে ভয় পাই যে মানুষ কী ভাববে। আমার মনে হয় না আমাদের অভিনেতাদের এতটা চাপ নেওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদেরও তো জীবন আছে। যদি খুশির আবেগ থাকে তাহলে কষ্টের আবেগও তো থাকবেই। কেন আমরা সকলের সামনে হাসতে পারলে কাঁদতে পারব না? আমার মনে হয় সবার নিজের আবেগ প্রকাশ করা উচিত, কারণ এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার।’

আয়ুষ্মান এরপর বলেন আসলে কিছু মানুষের ব্যক্তিত্বই এমন হয় যে তাঁরা নিজেদের আবেগকে সহজে লোকের সামনে তুলে ধরতে পারে না। আর সবাই শেহনাজের মতো সাহসও পায় না। তাতে বিগ বসের প্রাক্তনী জবাব দেন, ‘‘সত্যি বলতে আমি নিজেও এখন আবেগকে একটু দমিয়ে রাখার চেষ্টা করি। যেমন আমার জীবনেও এরকম ইমোশনাল সময় এসেছিল। আমি কখনও কাউকে বলতে পারিনি, কারণ লোক লিখত, ‘সমবেদনা নেওয়ার চেষ্টা করছে’। (চোখের জল আটকে বলেন) কেন আমি কাঁদছি? এটা বাড়াবাড়ি হচ্ছে। লোকজন তোমায় বিচার করতে শুরু করে দেয়।’’

আয়ুষ্মান এরপর শেহনাজকে স্বান্তনা দিয়ে বলেন, ‘আমরা আর্টিস্টরা আসলে খুব ইমোশনাল। তাই নিজেদের আবেগকে লোকের সামনে না আনাই ভালো। তুমি যত সাফল্যের সিঁড়ি দিয়ে উঠবে… তত তোমাকে আবেক ধরে রাখতে হবে।’

 

বন্ধ করুন