বাংলা নিউজ > বায়োস্কোপ > Shehnaaz-Sidharth: ‘তু মেরা হ্যায়!’, নিজের প্রথম ফিল্মফেয়ার সিদ্ধার্থকে উৎসর্গ শেহনাজের, রইল ভিডিয়ো

Shehnaaz-Sidharth: ‘তু মেরা হ্যায়!’, নিজের প্রথম ফিল্মফেয়ার সিদ্ধার্থকে উৎসর্গ শেহনাজের, রইল ভিডিয়ো

প্রথম ফিল্মফেয়ার সিদ্ধার্থকে উৎসর্গ শেহনাজের।

সিডনাজ জুটি ভেঙে গিয়েছে ২০২১ সালে সিড চলে যাওয়ার পর। তবে শেহনাজ গিল সম্প্রতি প্রমাণ করলেন সিড আছে, সবসময় তাঁর সঙ্গেই আছে। ফিল্মফেয়ার হাতে নিয়ে তা সিদ্ধার্থ শুক্লাকে উৎসর্গ করলেন তিনি। 

বিনোদন দুনিয়ায় যথেষ্ট নাম করেছেন শেহনাজ গিল এখন। তবে বিগ বসেই যখন এই মেয়েটা এসেছিল তখন অনেকেই ভেবেছিল হয়তো কিচ্ছু হবে নাএর দ্বারা। তবে সেই ঘরই বদলে দিয়েছিল পঞ্জাবের গায়িকা-অভিনেতার জীবন। কারণ সেই ঘর থেকেই কাছাকাছি আসেন সিদ্ধার্থ শুক্লা আর শেহনাজ। শো-র পরেও শোনা যায় শেহনাজকে গাইড করছিলেন এই বালিকা বধূ অভিনেতাই। তবে হঠাৎই সব বদলে যায় ২০২১ সালের ২ সেপ্টেম্বর। আচমকা হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। সেইসময় মাথায় আকাশ ভেঙে পড়লেও ধীরে ধীরে নিজেকে সামলান। মাসখানেক লোক চক্ষুর আড়ালে থাকার পর ফেরেন কাজে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে নিজের পাওয়া পুরস্কারের কৃতিত্ব সিদ্ধার্থকেই দিলেন। বলা ভালো পাবলিক প্ল্যাটফর্মে সিদ্ধার্থ চলে যাওয়ার পর এই প্রথম তাঁর নাম নিলেন এভাবে।

ফিল্মফেয়ার রাইজিং স্টারের অ্যাওয়ার্ড পেয়ে খুশিতে আপ্লুত হন অভিনেত্রী। কিছুটা নিজস্ব ঢঙেই বলে ওঠেন প্রথমটায় ‘এই অ্যাওয়ার্ড আমার টিম, পরিবার বা বন্ধুদের উৎসর্গ করতে চাই না কারণ এটা আমাক কঠোর পরিশ্রমের ফল। তুই আমার আর সবসময়ই আমারই থাকবি।’ তারপর নিজের কথায় একটা ছোট্ট বিরতি নেন, এক ঝলক সেই অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে হঠাৎই বলে ওঠেন, ‘তবে একটা ব্যাপার আছে, আমি আরেক বান্দাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আর আমার উপরে এত বিনিয়োগ করার জন্য, ওই কারণেই আমি এতদূরে আসতে পেরেছি আজ। সিদ্ধার্থ শুক্লা এটা তোমার জন্য।’ কথা শেষ করে এক মুহূর্তও দাঁড়াননি। সোজা নেমে যান স্টেজ থেকে।

তবে সেখানে উপস্থিত সকলে তখন চিৎকার করে সিদ্ধার্থ আর শেহনাজের নাম নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এরপরই হু হু করে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। অনেকেই লিখেছেন, শেহনাজ প্রমাণ করে দিয়েছে সে এখনও কতটা ভালোবাসে সম্মান করে সিদ্ধার্থ শুক্লাকে। তাঁদের দেওয়া ‘সিডনাজ’ নামটা সত্যিই সার্থক। কারণ সিড চলে গেলেও শেহনাজের মধ্যেই থেকে যাবেন তিনি। সারা জীবন।

প্রসঙ্গত, খুব জলদি সলমন খানের সঙ্গে কিসি কা ভাই কিসি কা জান দিয়ে বলিউডে ডেবিউ করবেন। শেহনাজের হাতে রয়েছে আরও কিছু বড় প্রোজেক্ট।

 

বন্ধ করুন