বিগ বস ১৩-খ্যাত শেহনাজ গিলের বাবা ফের পেল খুনের হুমকি। এক অচেনা মানুষ ফোনে হুমকি দেয় অভিনেত্রীর বাবাকে। সন্তোখ সিং-কে বলা হয় দিওয়ালির আগেই খুন করা হবে তাঁকে। আপাতত তদন্ত করে দেখা হচ্ছে কোথা থেকে এসেছিল এই ফোন।
খবর অনুসারে, প্রথমে ফোনে কটুক্তি করা হয় এবং তারপর বলা হয় দিওয়ালির আগেই খুন করা হবে। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও সন্তোখকে খুন করার চেষ্টা চালানো হয়েছে। ২০২১ সালে গুলি চলে তাঁর উপর, ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পরে। আরও পড়ুন: ‘টপ-ব্রা খোলো’, জিয়া খানকে বলেছিলেন সাজিদ! জিয়ার বোনকে বলেছিলেন, ‘ও সেক্স চায়’
২০২১ সালের ডিসেম্বর মাসে পঞ্জাবের বিধানসভা ভোটের আগে শহরের একাধিক অনুষ্ঠানে হাজিরা দেওয়ার পরে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ছিল সন্তোখের নিরাপত্তারক্ষীরাও। মাঝ রাস্তায় শৌচালয়ে যাওয়ার জন্য গাড়ি দাঁড় করায় শেহনাজের বাবা। আর তখনই পাশে এসে দাঁড়ায় একটা বাইক। সন্তোখ জানলার কাচ নামিয়ে তাদের কথা শুনতে গেলে গুলি করে তাঁরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয় তা। ওই দুই আততায়ীর মুখ ঢাকা ছিল। তাই শনাক্ত করা যায়নি। সেইসময়তেও মনে করা হয়েছিল রাজনৈতিক কারণেই হয়েছে এই হামলা।