বাংলা নিউজ > বায়োস্কোপ > Shehnaaz Gill: এবার সঞ্চালকের ভূমিকায় শেহনাজ গিল, শুরু করলেন জীবনের নতুন ইনিংস

Shehnaaz Gill: এবার সঞ্চালকের ভূমিকায় শেহনাজ গিল, শুরু করলেন জীবনের নতুন ইনিংস

জীবনের নতুন পর্বের শুরু শেহনাজের

Shehnaaz Gill Chat Show: নিজের চ্যাট শো সঞ্চালনা করবেন শেহনাজ গিল। নাম 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'। 'বিগ বস ১৩' প্রতিযোগী ইনস্টাগ্রামে চ্যাট শো-এর প্রথম ঝলক শেয়ার করেছেন।

মডেলিং, অভিনয়ের পর এবার নতুন ভূমিকায় শেহনাজ গিল। শুরু করলেন নিজের চ্যাট শো। এই চ্যাট শোয়ে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় তিনি। নাম 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'। 'বিগ বস ১৩' প্রতিযোগী ইনস্টাগ্রামে চ্যাট শো-এর প্রথম ঝলক শেয়ার করেছেন।

শেহনাজের চ্যাট শোয়ের প্রথম অতিথি রাজকুমার রাও। বুধবার থেকে শুরু হয়েছে এই চ্যাট শো। প্রথম পর্ব থেকে বেশ কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘স্বপ্ন সত্যিই হল। আজ সে রকমই একটা দিন ছিল। যা ভেবেছিলাম, তাই সত্যি হল।’

আরও পড়ুন: হাসপাতাল থেকে 'বাস্তু'র বাড়ি ফিরলেন আলিয়া, একরত্তি মেয়েকে কোলে আগলে পাপা রণবীর

নায়িকার কথায়, 'আমি সবসময়েই প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম এবং আজ আমি তাঁর সঙ্গেই আমার প্রথম চ্যাট শো - 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'-এর শ্যুট করলাম। আমি সত্যি সত্যিই চাঁদে রয়েছি। আমার অনুরোধ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ রাজকুমার রাও, তুমি জানো তুমি শ্রেষ্ঠ।'

শেহনাজকে শেষ দেখা গিয়েছে পঞ্জাবি ছবি ‘হসলা রাখ’-এ, দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে। আর সলমনের ‘কিসিকা ভাই কিসিকা জান’ দিয়ে বলি ডেবিউ হবে তাঁর। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমায় রয়েছেন ভেঙ্কটেশ ডাগ্গুবতী, পূজা হেগড়ে, জগপতি বাবু, জস্সি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম। এই বছরের ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। পরবর্তী ছবির ঘোষণা করেছেন শেহনাজ গিল। নাম ‘100%’।

 

 

বন্ধ করুন