'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'-এর সেট, শেহনাজের সামনে বসে রকুলপ্রীত সিং। নিজের আগামী ছবি ‘ছত্রিওয়ালী’র প্রচারে সেখানে গিয়েছিলেন রকুল। নীল ব্লেজার আর মুক্তোর মালাতে বেশ ভালোই দেখাচ্ছিল শেহনাজকে। তবে রকুলের নজর কাড়ল শেহনাজের হাতের জ্বলজ্বল করতে থাকা হীরের আংটিটি। কৌতুহল নিরাসনে শেহনাজকে প্রশ্ন না করে পারলেন না রকুল।
আপনার আমার মতো শেহনাজের হাতে আংটি দেখে হয়ত অভিনেত্রী রকুল প্রীত সিংয়েরও প্রশ্ন জেগেছিল, তবে কি কারোর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন শেহনাজ? নাকি কেউ তাঁকে আংটি উপহার দিয়েছেন? রকুল শেহনাজকে বলেন, ‘আংটিটা দারুণ তবে ভুল আঙুলে পরে ফেলেছেন!’ রকুলের ভুল ভাঙিয়ে তৎক্ষণাৎ শেহনাজ উত্তর দেন, ‘আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই, নিজেকেই নিজে এটা উপহার দিয়েছি, তাই এই আঙুলে পরেছি।’
প্রসঙ্গত ২০২০-তে বগ বস-১৩ এ যোগ দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন শেহনাজ গিল। সেবছর বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে সিদ্ধার্থের আকষ্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। অভিনেতার শেষকৃত্যের দিন শেহনাজকে অসুস্থ হয়ে পড়তেও দেখা যায়। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে সিদ্ধার্থ শুক্লার শোক কাটিয়ে আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী। পরবর্তী সময়ে একাধিক তারকার সঙ্গে শেহনাজের সম্পর্কে জড়ানোর খবরও শোনা গিয়েছে, কখনো সলমন খান, কখনও পাঞ্জাবি হার্টথ্রব রাঘব জুয়েল, কখনও আবার গুরু রণধাওয়া। তবে সবকটিই নেহাত গুজব বলে জানিয়েছেন অভিনেত্রী। এধরনের খবর ছড়ানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
বি-টাউনে সলমন ঘনিষ্ঠ বলে পরিচিত পঞ্জাবের এই মডেল। শোনা যাচ্ছে 'কিসি কি ভাই, কিসি কি জানি' ছবির হাত ধরে শীঘ্রই বলিউডে পা রাখছেন তিনি। যে ছবিতে শেহনাজ, সলমন ছাড়াও দেখা যাবে পূজা হেগড়েকে। এছাড়াও সাজিদ খানের ছবিতে জন আব্রাহাম, রীতেশ দেশমুখের সঙ্গেও তিনি কাজ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগে গুরু রণধাওয়ার সঙ্গে 'মুন রাইস' নামে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে।