আসছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শার্লক হোমসের অনুপ্রেরণায় তৈরি হওয়া শেখর হোমস। আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে এল। আর তাতেই গোয়েন্দা হয়ে ধরা দিলেন কেকে মেনন। সঙ্গী? রণবীর শোরে। তবে বড় পর্দায় মুক্তি পাবে না এটি। সিরিজ আকারে OTT মাধ্যমে আসবে। এদিন কোন OTT প্ল্যাটফর্ম সহ কবে মুক্তি পাবে সিরিজটি সবটাই জানা গেল।
আরও পড়ুন: দুজনের পরনেই লেহেঙ্গা - মেহেন্দি, দুই খুদে কিন্তু বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী, চিনতে পারলেন বলিউড BFF - দের?
সৃজিতের শেখর হোমস
আগামী ১৪ অগস্ট স্বাধীনতার ঠিক আগে জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। আর সেটার ঝলক ১ অগস্ট মুক্তি পেল। সেখানেই দেখা গেল গোয়েন্দা হিসেবে গোটা শহর দাপিয়ে বেড়াচ্ছেন কেকে মেনন। তাঁর সঙ্গে রয়েছে রণবীর শোরেও।
শেখর হোমস ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কৌশিক সেন, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গল, ঊষা উত্থুপ, প্রমুখ। শার্লক হোমসের অনুকরণে তৈরি করা হয়েছে শেখর হোমস। তাই হোমস থাকলে ওয়াটসনকে তো থাকতেই হবে! আর সেই সহকারীর চরিত্রে ধরা দেবেন রণবীর।
ট্রেলারে দেখা গেল শহরের বুকে একাধিক খুন ঘটে চলেছে। সেগুলোর সমাধান করছেন শেখর হোমস। সঙ্গে রয়েছে কিছু মজার ডায়লগও। শেখর হোমসের ঝলক দেখেই মুগ্ধ নেটপাড়া। অনেকেই জানিয়েছেন কেকে মেননকে এই লুকে দারুণ মানিয়েছেন। কেউ আবার জানিয়েছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই সিরিজের জন্য।
সৃজিত মুখোপাধ্যায়ের অন্যান্য কাজ
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা মুক্তি পাবে পুজোয়। তার শ্যুটিং হয়ে গিয়েছে। তিনি সদ্যই শেষ করলেন সত্যি বলে সত্যি কিছু নেইয়ের শ্যুটিং। এটি এক রুকা হুয়া ফয়সালা নাটকের উপর ভিত্তি করে বানানো হয়েছে।
প্রসঙ্গত এটাই সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি কাজ নয়। তিনি বেগমজান দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর একে একে রে সিরিজ, সাব্বাশ মিঠু পরিচালনা করেছেন। এবার আসছে শেখর হোমস।