১৯৮৩ সালে নাসির উদ্দিন শাহ, শাবানা আজমি অভিনীত ‘মাসুম’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি আক্ষরিক অর্থেই একটি আইকনিক সিনেমা। সিনেমায় অভিনয় করেছিলেন যুগল হংসরাজ এবং উর্মিলা মাতন্ডকর। এবার ৪১ বছর পর সিনেমাটির সিক্যুয়েল আনতে চলেছেন পরিচালক শেখর কাপুর।
‘মাসুম ২’ সিনেমার স্ক্রিপ্ট তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। আগামী বছরের প্রথম দিক থেকেই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ। কিন্তু এর মধ্যেই ঘটে যায় একটি মারাত্মক ঘটনা। সিনেমার স্ক্রিপ্ট হারিয়ে ফেলেন পরিচালক নিজেই। যদিও কিছু সময়ের মধ্যেই তিনি সেটি ফিরে পেয়ে যান।
(আরও পড়ুন: সৎ মেয়েকে ৫০ কোটির মানহানির নোটিশ ধরালেন ‘অনুপমা’ রুপালি! বাধ্য হয় কী পদক্ষেপ এশার?)
এএনআই-এর কথোপকথনের সময় শেখর কাপুর বলেন, ‘দুবাই থেকে আমি দিল্লি যাচ্ছিলাম। আমার সঙ্গে ছিল ’মাসুম ২' -এর স্ক্রিপ্ট। কিন্তু যখন আমি প্লেন থেকে নেমে আসি, তার কিছু সময় পর আমি বুঝতে পারি আমি স্ক্রিপ্ট প্লেনেই ফেলে এসেছি। কিছু সময়ের জন্য আমি ভীষণভাবে হতাশ হয়ে যাই।'
পরিচালক আরও বলেন, ‘স্ক্রিপ্ট হারানোর কিছু সময়ের মধ্যেই সেটি আমার কাছে ফিরে আসে। যে প্লেনে আমি যাত্রা করছিলাম, সেই প্লেনের এক ফ্লাইট অ্যাটেনডেন্ট আমাকে স্ক্রিপ্টটি ক্যুরিয়ার করে দেন, সঙ্গে একটি নোট পাঠান যেখানে লেখা ছিল, ‘মাসুম’ ভীষণ ভালো একটি চলচ্চিত্র ছিল। ‘মাসুম ২’ ততটাই ভালো হতে চলেছে। আমার মনে হল, এই স্ক্রিপ্ট খুঁজে পাওয়াই হলো আমার নিয়তি।’
(আরও পড়ুন: ‘করেছি ভুল…’, বেবি বাম্প আগলে দিতিপ্রিয়া! মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন, ক্ষমা করবেন শ্রাবন্তী?)
‘মাসুম ২’ সিনেমাতেও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নাসির উদ্দিন শাহ এবং শাবানা আজমি। সঙ্গে থাকবেন মনোজ বাজপেয়ি এবং শেখর কন্যা কাবেরী। ‘মাসুম’ সিনেমার গোটা গল্পটি ধরে রেখেই এই সিক্যুয়েল তৈরি করা হচ্ছে, যাতে মানুষ আরও বেশি করে এই সিনেমাটির সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। আগামী বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকেই মুক্তি পাবে এই সিনেমাটি। ‘মাসুম ২’ সিনেমা তৈরি করার পাশাপাশি মাসুম সিনেমাটিকেও পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পরিচালক।