বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের পরিবার,রাজনৈতিক মহল পাশে নেই,কীভাবে হবে বিচার? আক্ষেপ শেখর সুমনের

সুশান্তের পরিবার,রাজনৈতিক মহল পাশে নেই,কীভাবে হবে বিচার? আক্ষেপ শেখর সুমনের

শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন শেখর সুমন 

সুশান্তের মৃত্যুর পর থেকে লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন শেখর সুমন। যদিও এই আন্দোলনে সমর্থন মিলছে না খোদ প্রয়াত অভিনেতার পরিবার কিংবা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের,দাবি শেখর সুমনের। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই সেটাকে আত্মহত্যা বলে নেমে নিতে রাজি নয় তাঁর অনুরাগীদের একটা বড় অংশ। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের লাগাতার দাবি জানাচ্ছেন তাঁরা। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় পথে নেমেও চলছে মৌন মিছিল। সুশান্তের মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন শেখর সুমনও। বিহারী ভাই সুশান্ত আত্মহত্যা করেছেন মেনে নিতে পারছেন না তিনি। সুশান্তকে বিচার পাওয়াতে ‘জাস্টিস ফর সুশান্ত’ নামের একটি ফোরামও গঠন করেন শেখর সুমন। তবে এই অভিনেতা,সঞ্চালকের আক্ষেপ এই লড়াইতে পাশে নেই সুশান্তের পরিবার কিংবা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর একমাত্র দাবি কেবল নির্ভুল ও নায্য তদন্ত। তিনি টুইট বার্তায় লেখেন,

এটা খুবই দুর্ভাগ্যজনক যে পরিবার তবে পলিটিক্যাল কোনও সমর্থন সঙ্গে নেই। আমাদের চারপাশের জিনিসগুলো খুব বেশি সহায়ক নয় তবুও তিন সপ্তাহ পরেও আমাদের স্মৃতিতে সুশান্ত বেঁচে রয়েছে এবং আজীবন থাকবে। সেটাই বোধহয় সবচেয়ে বড় আন্দোলন। 

তিনি যোগ করেন, এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়ার কোনও উপযুক্ত কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। টুইটারের দেওয়ালে তিনি লেখেন, ‘আমি সত্যি জানি না ভারত সরকারের কাছে কী কারণ আছে সুশান্তের কোটি কোটি ভক্তের আর্জি না মেনে নেওয়ার! আমার সবাই একটা নায্য তদন্তের দাবি জানাচ্ছি মাত্র। আমরা কী সত্যি খুব বেশি কিছু চাইছি? একটু বিবেক সঙ্গে রাখুন’।

প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পাটনাতে পৌঁছেছিলেন সুশান্ত। আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন শেখর সুমন। সুশান্তের মৃত্যু নিয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন শেখর সুমন, প্রয়াত অভিনেতার পরিবারের ঘনিষ্ঠমহল থেকে এমন অভিযোগও উঠে। কারণ এই সাংবাদিক বৈঠক নিয়ে নাকি কোনওরকম অনুমতি তো দূরের কথা সুশান্তের বাবাকে জানানোও নাকি হয়নি। 

আরজেডি লিডার তেজস্বী যাদবের সঙ্গে শেখর সুমন
আরজেডি লিডার তেজস্বী যাদবের সঙ্গে শেখর সুমন (PTI)

কিন্তু স্পটবয়ইকে দেওয়া সাক্ষাত্কারে শেখর সুমন বলেছেন, আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে সুশান্তের পরিবার আমার উপর ক্ষুদ্ধ।কেউ এই মিথ্যা খবরটা ছড়িয়েছে।তুমি আন্দোলন করলে এমন লোকজন তো থাকবেই যারা তোমাকে থামিয়ে দিতে চাইবে, এক্ষেত্রেই একই ঘটনা ঘটছে'। তবে পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি নিয়ে বিশেষ সাহায্য মিলছে না তা মেনে নিয়েছিলেন শেখর সুমন। 

সুশান্তের পাটনার বাড়িতে হাজির শেখর সুমন ও বন্ধু সন্দীপ সিং (ছবি-ইনস্টাগ্রাম)
সুশান্তের পাটনার বাড়িতে হাজির শেখর সুমন ও বন্ধু সন্দীপ সিং (ছবি-ইনস্টাগ্রাম)

অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে শেখর সুমন পুত্র অধ্যায়ন সুমন জানিয়েছেন,'আমি জানি বাবা কেন সুশান্তের জন্য লড়ছে। ছেলে হারানোর দুঃখটা বাবার চেয়ে ভালো আর কে জানে? সেই যন্ত্রণাটা বাবা অনুভব করছে বলেই এটা করছে'। প্রসঙ্গত শেখর সুমনের বড়ছেলে আয়ুশের মৃত্যু হয় মাত্র ১১ বছর বয়সে। হার্টের সমস্যাজনিত কারণে মৃত্যু হয় তাঁর। 

বন্ধ করুন